আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিয়োনেল স্কালোনির বিতর্কিত মন্তব্য! খোলাখুলি বলে দিলেন, তাঁর দল লিয়োনেল মেসির উপর নির্ভরতা অনেকটাই কাটিয়ে উঠেছে। এখন কিংবদন্তি মহাতারকা-কে ছাড়াও নাকি তাঁর দলের যে কোনও ম্যাচ জেতার ক্ষমতা আছে।
এ’বছর মার্চ মাসে চোটের জন্য জাতীয় দলের হয়ে খেলতে পারেননি কাতার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। অথচ সেই সময়ই আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। উরুগুয়েকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে তারা। আর ব্রাজিলকে নিজেদের মাঠে ৪-১ গোলে চূর্ণ করেছে।মেসি অবশ্য চোট সারিয়ে দলে ফিরেছেন সম্প্রতি। কলম্বিয়ার বিরুদ্ধে তিনি কিছুক্ষণ খেলেছিলেনও। সেই ম্যাচেও জেতেআর্জেন্টিনা। হয়তো এই সমস্ত জয়ের কারণেইএখন এতটা প্রত্যয়ী স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘‘দলের সাফল্য এখন আর মেসির উপরে আগের মতো নির্ভর করে না।'' স্কালোনির সংযোজন, ''এখন লিয়ো না থাকলেও দল একইরকমwখেলতে পারে।’’
আর্জেন্টিনার পরের ম্যাচ কলম্বিয়ার সঙ্গে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেললেও স্কালোনি সেই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তাঁর কথা, ‘‘ওরা দারুণ দল, দুর্দান্ত সব ফুটবলার ওদের আছে। পরিষ্কার একটি ঘরানায় ওরা খেলে, যা সমস্যায় ফেলতে পারে যে কোনও প্রতিপক্ষকে।’’প্রসঙ্গত এই কলম্বিয়ার কাছেই গত বছরের শেষ দিকে হেরে যান মেসিরা। তবে তার ঠিক পর থেকেই টানা সাত ম্যাচ জিতেছিল দিয়েগো মারাদোনার দেশ। বিশ্বকাপের বাছাই পর্বে ১৫টি ম্যাচ খেলে ১১টি জয় ও একটি ড্র করেছে আর্জেন্টিনা। ৩৪ পয়েন্ট পেয়ে সবার উপরে বিশ্বজয়ীরা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)