জল্পনাই সত্যি হতে চলেছে। মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসি-র পথে আশিক কুরুনিয়ন।
২০২২ সালে বেঙ্গালুরু ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আশিক। গত মরসুমে আইএসএলে সবুজ-মেরুনের দ্বিমুকুট জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন তিনি। কিন্তু চোটের কারণে বারবার তাঁকে মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে। এই কারণেই আগামী মরসুমে মোহনবাগানে আশিকের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
যদিও গত মরসুমে আইএসএল চলাকালীন কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাব থেকেই ফুটবলজীবন শেষ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ মেয়াদী চুক্তিতে বেঙ্গালুরুতে ফিরতে চলেছেন আশিক। কিন্তু কত বছরের চুক্তি হতে চলেছে, তা এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।
কেন আশিককে ছেড়ে দেওয়া হল? মোহনবাগান সূত্রে খবর, চোটের জন্য তিনি অধিকাংশ সময় মাঠের বাইরে কাটিয়েছেন। ২০২৩ সালে ভারতীয় শিবির থেকে চোট নিয়ে ফেরার পরে পুরো রিহ্যাব প্রক্রিয়াই সেরেছিলেন মোহনবাগানের চিকিৎসকদের তত্ত্বাবধানে। এই পরিস্থিতিতেও আশিক বেতন বাড়ানোর দাবি তুলেছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তাতেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন আশিক।
এ দিকে আজ, সোমবার থেকে যুবভারতীতে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করছে মোহনবাগান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)