Advertisement
০২ মে ২০২৪
Juan Ferrando

সঙ্কট কাটাতে এখন নতুন বিদেশিদের অপেক্ষায় জুয়ান

আইএসএলে মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে কলকাতায় আগামী ২৮ ডিসেম্বর। প্রথম পর্বের দ্বৈরথে পুরনো ক্লাবের কাছে ০-৩ গোলে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন জুয়ান।

এটিকে-মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।

এটিকে-মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ০৬:৩৭
Share: Save:

এটিকে-মোহনবাগানকে হারিয়ে আইএসএলে এই মরসুমে প্রথম জয়ের পরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যখন বড়দিনের উৎসব তুঙ্গে, তখন আঁধারেই সবুজ-মেরুন শিবির। আইএসএলে টেবলের সব দলের শেষে থাকা নর্থ ইস্টের কাছে ০-১ গোলে হারের কারণ কী? মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো দায়ী করছেন একাধিক ফুটবলারের চোট-আঘাতকেই।

নর্থ ইস্টের কাছে হারের পরে হতাশ সবুজ-মেরুনের স্পেনীয় কোচ বললেন, ‘‘চোট-আঘাত এখন আমাদের দলের সবচেয়ে বড় সমস্যা। গত প্রায় এক মাস ধরে আমরা মাত্র তিন জন বিদেশি ফুটবলারকে খেলাতে পারছি। ফ্লোরেন্টিন পোগবা, জনি কাউকোর মতো গুরুত্বপূর্ণ দুই সদস্য পুরো মরসুমের জন্য ছিটকে গিয়েছে।’’ এর পরেই জুয়ান বলেন, ‘‘চোট-আঘাত রয়েছে বলেই আমরা ম্যাচটা হেরেছি, বলা হয়তো উচিত নয়। নর্থ ইস্টের বিরুদ্ধে দলের খেলায় আমি খুশি নই। একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। গোল খাওয়ার পরে চাপে পড়ে গিয়েছিল ছেলেরা। তা ছাড়া একটা দল তো আর কুড়িটা ম্যাচেই হারতে পারে না।’’

রক্ষণের ভুলেই যে ৬৯ মিনিটে গোল করে নর্থ ইস্টকে এগিয়ে দিয়েছিলেন উইলমার জর্ডান, কার্যত মেনে নিলেন জুয়ান। বললেন, ‘‘ওদের নম্বর নয় (উইলমার জর্ডান) আমাদের তিন জনের বিরুদ্ধে গোল করল।’’

আইএসএলে মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে কলকাতায় আগামী ২৮ ডিসেম্বর। প্রথম পর্বের দ্বৈরথে পুরনো ক্লাবের কাছে ০-৩ গোলে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন জুয়ান। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যুবভারতীতে কি মোহনবাগান পারবে ঘুরে দাঁড়াতে? লিগ টেবলের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে? মোহনবাগানের স্পেনীয় কোচ বলে দিলেন, ‘‘এখন আমাদের লক্ষ্য যে কোনও মূল্যে পরের ম্যাচ জেতা। টেবলে মুম্বই ও হায়দরাবাদের অবস্থান মনে না রাখাই ভাল।’’ পোগবার পরিবর্ত হিসেবে ইতিমধ্যেই স্লাভকো দামইয়ানোভিচের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে মোহনবাগান। জনির বিকল্প কবে চূড়ান্ত হবে? জুয়ান বলছেন, ‘‘পুরো বিষয়টাই ক্লাব কর্তারা দেখছেন। আশা করছি, কয়েক দিনের মধ্যেই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হবে।’’ যোগ করলেন, ‘‘এই মুহূর্তে দলে সুস্থ ফুটবলারের সংখ্যা মাত্র ১৭জন। অনুশীলনে অন্তত ২২-২৩জন ফুটবলার প্রয়োজন হয়। নতুন যারা আসছে, তারা আমার কাছে বড়দিনের উপহারের মতো।’’

ইস্টবেঙ্গলেই লালচুংনুঙ্গা: আইএসএলে লাল-হলুদের হতশ্রী পারফরম্যান্সেও নজর কেড়েছিলেন তিনি। ডেকান এফসি থেকে লোনে সই করা ২২ বছরের ডিফেন্ডার লালচুংনুঙ্গার সঙ্গে ২০২৫-’২৬ মরসুম পর্যন্ত চুক্তি করল ইস্টবেঙ্গল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Juan Ferrando ATKMB ISL 2022-23
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE