চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ জয় লিভারপুল এবং বার্সেলোনার। প্যারিসে গিয়ে লিভারপুল ১-০ হারিয়েছে প্যারিস সঁ জরমঁকে (পিএসজি)। লিসবনে বেনফিকার বিরুদ্ধে একই ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বিপক্ষের মাঠে জয় দ্বিতীয় পর্বের আগে একটু হলেও এগিয়ে রাখবে দুই দলকে। অন্য ম্যাচে, ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ৩-০ হারিয়েছে বেয়ার লেভারকুসেনকে।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন হার্ভে এলিয়ট। মহম্মদ সালাহের পরিবর্তে নেমেছিলেন তিনি। সেটাই বিপক্ষের গোলে লিভারপুলের একমাত্র শট। প্রথমার্ধে পিএসজি-র খিভিচা কাভারাৎস্কেলিয়া গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
বাকি সময়ে লিভারপুলের জমাট রক্ষণ এবং অ্যালিসন বেকারের গোলকিপিংয়ের কারণে পিএসজি দাঁত ফোটাতে পারেনি। পিএসজি গোল লক্ষ্য করে ২৮টি শট মেরেছে। যেখানে তাঁরা আগের পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে ২১টি গোল করেছে, সেখানে লিভারপুলের বিরুদ্ধে গোল করতে পারেনি।
আরও পড়ুন:
বার্সেলোনার জয়ের একমাত্র গোলটি করেছেন রাফিনহা। তবে ৭০ মিনিটেরও বেশি বার্সেলোনাকে খেলতে হয়েছে ১০ জনে। ২২ মিনিটে লাল কার্ড দেখেন ডিফেন্ডার পাউ কুবারসি। তবে বেনফিকাকে গোলের সুযোগ দেয়নি বার্সেলোনা। ৬১ মিনিটে ম্যাচের একমাত্র গোল রাফিনহার। পরের সপ্তাহে নিজেদের মাঠে ফিরতি পর্বে খেলবে বার্সা।
বায়ার্নের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেন। সাত ম্যাচ পর প্রথম বার লেভারকুসেনের বিরুদ্ধে জিতল বায়ার্ন। তিন গোলের ব্যবধান হওয়ায় কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত। মাইকেল ওলিসের ক্রস থেকে হেড করে প্রথম গোল করেন কেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। গোলের উচ্ছ্বাস করতে গিয়ে চোট পেয়ে বসেন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন কেন।