বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ল গত মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব চেলসি। গত অর্থবর্ষে ক্লাবের ১৯ কোটি ৬৭ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। সম্প্রচারস্বত্ব বৃদ্ধি পেলেও ক্লাব আর্থিক ক্ষতির সামনে পড়ায় চিন্তায় পড়েছেন মালিক রোমান আব্রামোবিচ।
ক্লাবের তরফে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ জেতায় ক্লাবের সম্প্রচার স্বত্ব থেকে আয় ৩৮ কোটি ৭৮ লাখ ইউরো থেকে বেড়ে ৪১ কোটি ৬৮ লাখ ইউরো হয়েছে। কিন্তু তার পরেও লোকসান হওয়ার প্রধান কারণ করোনা। অতিমারির মধ্যে একটা বড় সময় দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হয়েছে। ফলে টিকিট বিক্রি হয়নি। সেই সঙ্গে ফুটবলার কেনা-বেচার ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হয়েছে ক্লাব।