রবিবার উয়েফা নেশন্স লিগের ফাইনালে হেরে গিয়েছে স্পেন। গোটা ম্যাচে সে ভাবে খেলতেই পারেননি লেমিনে ইয়ামাল। এ বার তাঁর একটি আচরণে সমালোচনা শুরু হয়েছে। পর্তুগালের ফুটবলারেরা ট্রফি নিয়ে উৎসব করার সময় বাকি সতীর্থদের সঙ্গে হাততালি দেননি ইয়ামাল। প্রশ্ন উঠেছে ১৭ বছরের ইয়ামাল কি অপমান করলেন ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? তবে ম্যাচের পর রোনাল্ডো তাঁর পাশে দাঁড়িয়েছেন।
রবিবার ম্যাচের পর মঞ্চে যখন রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগালের ফুটবলারেরা ট্রফি নিয়ে উৎসব করছেন, তখন এক দিকে দাঁড়িয়েছিলেন স্পেনের ফুটবলারেরা। তাঁরা প্রায় প্রত্যেকেই সেই সময় হাততালি দিয়ে প্রতিপক্ষকে সম্মান জানাচ্ছিলেন। ব্যতিক্রম ইয়ামাল। তিনি ছিলেন একটু পেছনে, রিজ়ার্ভ বেঞ্চের সামনে। পর্তুগাল উৎসব করার সময় তিনি হেঁটে সাজঘরের দিকে ফিরতে থাকেন। সমর্থকেরা এই আচরণের সমালোচনা করে জানিয়েছেন, প্রতিপক্ষকে সম্মান জানানোর আদবকায়দা এখনও শেখেননি ইয়ামাল।
আরও পড়ুন:
স্পেনের তরুণ ফুটবলারকে অতিরিক্ত সময়ের বিরতিতে তুলে নিয়েছিলেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। তাতে একেবারেই খুশি হতে পারেননি ইয়ামাল। ম্যাচের পর রোনাল্ডো বলেছেন, “ও ভবিষ্যতে অনেক ট্রফি জিতবে। দলগত এবং ব্যক্তিগত দু’ভাবেই। মাত্র ১৭ বছর বয়স ওর। উন্নতির অনেক জায়গা রয়েছে। তবে এখন ওকে একা ছেড়ে দেওয়া উচিত। ওর সামনে লম্বা কেরিয়ার রয়েছে। আশা করি অনেক বার নেশন্স লিগ জিতবে।”
ইয়ামালকে তুলে নেওয়ার সিদ্ধান্তে রোনাল্ডোর জবাব, “ওদের দুর্দান্ত একজন কোচ রয়েছে। তিনি যেটা ভাল মনে করেছেন সেটাই করেছেন।”