গত বারের আইপিএলটা খুবই খারাপ গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। মহা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনলেও প্লে-অফে উঠতে পারেনি তারা। শেষ ম্যাচে শতরান বাদ দিলে পন্থ মোটের উপর ব্যর্থই। তাঁকে আগামী নিলামে ছেড়ে দেওয়ার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্কাকে পরামর্শ দিলেন আকাশ চোপড়া। প্রাক্তন ক্রিকেটারের মতে, নিলামে তাঁকে আরও কম দামে কিনে নিক লখনউ।
গোয়েন্কার উদ্দেশে দু’টি পরামর্শ দিয়েছেন আকাশ। তাঁর মতে, পন্থকে ছেড়ে দিলে ২৭ কোটি টাকা ঢুকবে লখনউয়ের তহবিলে। যদি পন্থকে দলে রাখার ইচ্ছা থাকে, তা হলে কম দামে নিলামে তাঁকে কিনে নেওয়া হোক।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, “ঋষভ পন্থকে নিয়ে আর নতুন করে কী বলব? আপনি যদি পন্থকে ছেড়ে দেন তা হলে ৬০-৬৫ কোটি টাকা নিয়ে নিলামে বসতে পারবেন। পরবর্তী পঞ্জাব কিংস হতে পারবেন। সব ক্রিকেটার কিনে নেওয়ার ক্ষমতা থাকবে আপনার। সেটা নিয়ে ভাবনাচিন্তা করাই যায়। আরও একটা কাজ করতে পারেন। পন্থকে ছেড়ে দিয়ে ওকে অনেক কম দামে আবার কিনতে পারেন। হয়তো ১৪-১৫ কোটি টাকায় পেয়ে গেলেন।”
আরও পড়ুন:
যদিও আকাশের উপদেশ গোয়েন্কা শুনবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। দল যতই খারাপ খেলুক, পন্থের সঙ্গে এখনও গোয়েন্কার সম্পর্ক ভাল। ম্যাচের পর একাধিক বার মাঠে নেমে পন্থকে জড়িয়ে ধরেছেন তিনি।