Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Cristiano Ronaldo

প্রথম একাদশে রাখেননি কোচ, সেই রোনাল্ডোই জেতালেন পর্তুগালকে, জিতল স্পেন, ক্রোয়েশিয়াও

স্কটল্যান্ড ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি কোচ রবার্তো মার্তিনেস। সেই জবাব রোনাল্ডো দিলেন শেষ মুহূর্তে গোল করে দেশকে জিতিয়ে।

football

গোলের পর রোনাল্ডোর উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৬
Share: Save:

আগের ম্যাচে কেরিয়ারের ৯০০তম গোল করেছিলেন। তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পর্তুগালের প্রথম একাদশে রাখেননি কোচ রবার্তো মার্তিনেস। তার জবাব রোনাল্ডো দিলেন শেষ মুহূর্তে গোল করে দেশকে জিতিয়ে। উয়েফা নেশনস লিগে অপর ম্যাচগুলিতে জিতেছে স্পেন, ক্রোয়েশিয়া, সুইডেনও।

এই ৩৯ বছর বয়সেও কেন পর্তুগাল এখনও রোনাল্ডোর উপর বিশ্বাস রাখে, তা বোঝা গেল রবিবার রাতে। রোনাল্ডো নামেন বিরতির পরে। ৮৮ মিনিটে গোল করে দলকে জেতান। তার কয়েক মুহূর্ত আগে দু’টি শট লাগে পোস্টে। যত ক্ষণ ছিলেন, মাঠে প্রতিপক্ষকে ব্যস্ত রেখেছিলেন রোনাল্ডো। এখনও যে তিনি শেষ হয়ে যাননি, তা বোঝালেন।

ইউরো কাপে একটি ম্যাচেও গোল করতে পারেননি রোনাল্ডো। তবু নেশনস লিগে তাঁকে দলে রেখেছিলেন কোচ মার্তিনেস। পর পর দু’টি ম্যাচেই গোল করলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১৩২টি গোল হয়ে গেল তাঁর।

ম্যাচের সংযুক্তি সময়ে এক সমর্থক রোনাল্ডোর সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করতে গেলেও তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষী। যদিও ইউরোয় এ ঘটনা বার বার দেখা গিয়েছে। স্কটল্যান্ড এগিয়ে গিয়েছিল স্কট ম্যাকটমিনের গোলে। ব্রুনো ফের্নান্দেস ৫৪ মিনিটে সমতা ফেরান। তার পরে রোনাল্ডোর গোল।

স্পেন ৪-১ গোলে হারিয়েছে সুইৎজ়ারল্যান্ডকে। জোড়া গোল করেছেন ফ্যাবিয়ান রুইজ়। ২০ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন স্পেনের রবিন লে নরমান্ড। তত ক্ষণে হোসেলু এবং রুইজ়ের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন।

বাকি সময় ১০ জনে খেলতে হলেও স্পেনের আগ্রাসন দেখে বোঝা যায়নি। বিরতির আগে সুইৎজ়ারল্যান্ডে জেকি আমদুনি একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস এবং রুইজ়‌ গোল করেন।

ক্রোয়েশিয়া ১-০ হারিয়েছে পোল্যান্ডকে। ম্যাচের একমাত্র গোল লুকা মদ্রিচের। সুইডেন নিজেদের ম্যাচে শ্রদ্ধা জানিয়েছে দেশের কোচ স্বেন গোরান এরিকসনকে। তারা ৩-০ হারিয়েছে এস্তোনিয়াকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Portugal UEFA Nations League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE