হাফ ছেড়ে বাঁচল পর্তুগাল। হাফ ছেড়ে বাঁচলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত ম্যাচে লাল কার্ড দেখলেও বিশ্বকাপে খেলতে কোনও সমস্যা নেই রোনাল্ডোর।
‘নিউ ইয়র্ক টাইমস’-এর খবর অনুযায়ী, রোনাল্ডোর তিন ম্যাচ নির্বাসনের শাস্তি হলেও, ফিফা সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী দু’টি ম্যাচে নির্বাসনের শাস্তি এখনই বলবৎ হচ্ছে না। আগামী এক বছরের মধ্যে একই অপরাধ রোনাল্ডো আবার করলে, তাঁকে নির্বাসিত হতে হবে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে রোনাল্ডো লাল কার্ড দেখেছিলেন। ওই ম্যাচে ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’ শেয়ারকে কনুই দিয়ে পিঠে মারায় প্রথমে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। এর পর ‘ভার’ দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি। রোনাল্ডোকে লাল কার্ড দেখান। দেশের হয়ে ২২ বছরে সে বারই প্রথম লাল কার্ড দেখেছিলেন রোনাল্ডো।
আরও পড়ুন:
ফিফার নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখলে পরের ম্যাচে নির্বাসিত হতে হয়। ফিফার নিয়মেই বলা আছে কনুই দিয়ে মারা, ঘুষি, লাথি বা এই ধরনের আঘাত করাকে আক্রামন্তক ও হিংসাত্মক আচরণ হিসাবে বিবেচন করা হয়। ফিফার নিয়ম অনুযায়ী, এমন অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফুটবলারকে কম পক্ষে তিন ম্যাচ নির্বাসিত হতে হয়।
কিন্তু ‘নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে ফিফা বাকি দু’টি ম্যাচে রোনাল্ডোর নির্বাসন আপাতত তুলে নিয়েছে। রোনাল্ডো যদি আগামি এক বছরের মধ্যে আবার একই অপরাধ করেন তা হলে তাঁকে নির্বাসিত হতে হবে।
‘বিবিসি’ জানিয়েছে, রোনাল্ডোর ক্ষেত্রে ফিফা নমনীয় হয়েছে। কারণ, দেশের হয়ে ২২৬টি ম্যাচ খেলার পর রোনাল্ডো প্রথম লাল কার্ড দেখেছিলেন। আয়ারল্যান্ড ম্যাচের পর আর্মেনিয়ার বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো নির্বাসিত থাকেন। ফলে, এক ম্যাচ নির্বাসনের শাস্তি ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে। তাই বিশ্বকাপ খেলতে রোনাল্ডোর আর কোনও বাঁধা রইল না।