এমএলএস
নাশভিল ২-১ইন্টার মায়ামি
মেজর লিগ সকারের কনফারেন্স সেমিফাইনালে খেলার আশা কি এ বারও অপূর্ণ থাকবে ইন্টার মায়ামির? রবিবার প্লে-অফের দ্বিতীয় ম্যাচে নাশভিলের বিরুদ্ধে লিয়োনেল মেসি গোল করলেও ১-২ হেরেগেল তাঁর ক্লাব।
ঘরের মাঠে ম্যাচ শুরু হওয়ার ৯ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে নাশভিলকে এগিয়ে দেন স্যাম সারিজ়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ফের ধাক্কা। নাশভিলকে ২-০ এগিয়ে দেন জশ বাউয়ের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে ঝাঁপান মায়ামির ফুটবলারেরা। ৯০ মিনিটে নাশভিলের রক্ষণ ভেঙে পেনাল্টি বক্সে ঢুকে মেসি ব্যবধান কমালেও মায়ামির হার বাঁচাতে পারেননি।
নাশভিলের বিরুদ্ধে হারের জন্য মায়ামির ম্যানেজার হাভিয়ের মাসচেরানো কাঠগড়ায় তুলেছেন রেফারিকে। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘রেফারিং নিয়ে কথা বলা আমার একেবারেই পছন্দ নয়। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার না করে রেফারি যে ভাবে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন, খুবই অদ্ভুত লেগেছে।’’
হারলেও অবশ্য কনফারেন্স সেমিফাইনালে মায়ামির খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কারণ, এমএলএস প্লে-অফে প্রথম পর্বের খেলা হয় তিনটি। কোনও দল যদি প্রথম দুটি ম্যাচ জিতে যায়, সে ক্ষেত্রে তৃতীয় খেলার কোনও প্রয়োজন হয় না। মায়ামি প্রথম ম্যাচে ৩-১ হারিয়েছিল নাশভিলকে। ফলে রবিবার জিতলেই প্রথমবার শেষ চারে পৌঁছে যেতেন মেসিরা। কিন্তু নাশভিল জিতে যাওয়ায় ফের দু’দল মুখোমুখি হবে আগামী ৮ নভেম্বর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)