আই লিগের তৃতীয় ডিভিশনে ব্যর্থ বাংলার দুই ক্লাব। এর আগে কেরল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল ভবানীপুর। সোমবার ছিটকে গেল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসিও।
স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৩ মিনিটে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন কার্লোস। সংযুক্ত সময়ে ২-০ করেন তুহিন শিকদার। ৬১ মিনিটে প্রবীণ টিগ্গা ব্যবধান কমান। ৮১ মিনিটে ২-২ করেন সাইবোরলাং খারপান। এ দিকে প্রথম ডিভিশন আই লিগে সোমবার গোকুলমকে ৩-০ হারায় রিয়াল কাশ্মীর। ডেকান এফসি ১-০ হারিয়েছে দিল্লি এফসিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)