অষ্টম আইএসএলে সর্বোচ্চ গোলদাতা বার্তোলোমেউ ওগবেচেকে নেওয়ার জন্য আসরে নামল ইস্টবেঙ্গল। সূত্রের খবর নাইজিরীয় স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে লাল-হলুদ কর্তাদের। তবে চূড়ান্ত
কিছুই হয়নি।
হায়দরাবাদ এফসির হয়ে অষ্টম আইএসএলে ২০ ম্যাচে ১৮টি গোল করেছেন ওগবেচে। তাঁকে নিতে আগ্রহী কলকাতার আর এক প্রধান এটিকে-মোহনবাগানও। চলতি মাসের শেষের দিকেই স্পষ্ট হয়ে যাবে হায়দরাবাদকে আইএসএলে চ্যাম্পিয়ন করার নেপথ্যে থাকা ওগবেচেকে লাল-হলুদ জার্সি পরে খেলবেন কি না। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী এখন চূড়ান্ত না হওয়ায় বিদেশি ফুটবলাররা চুক্তিতে সই করার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছেন।