Advertisement
E-Paper

East Bengal: ওগবেচেকে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী এখন চূড়ান্ত না হওয়ায় বিদেশি ফুটবলাররা চুক্তিতে সই করার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছেন। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ০৮:৪৫
বার্তোলোমেউ ওগবেচে।

বার্তোলোমেউ ওগবেচে।

অষ্টম আইএসএলে সর্বোচ্চ গোলদাতা বার্তোলোমেউ ওগবেচেকে নেওয়ার জন্য আসরে নামল ইস্টবেঙ্গল। সূত্রের খবর নাইজিরীয় স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে লাল-হলুদ কর্তাদের। তবে চূড়ান্ত
কিছুই হয়নি।

হায়দরাবাদ এফসির হয়ে অষ্টম আইএসএলে ২০ ম্যাচে ১৮টি গোল করেছেন ওগবেচে। তাঁকে নিতে আগ্রহী কলকাতার আর এক প্রধান এটিকে-মোহনবাগানও। চলতি মাসের শেষের দিকেই স্পষ্ট হয়ে যাবে হায়দরাবাদকে আইএসএলে চ্যাম্পিয়ন করার নেপথ্যে থাকা ওগবেচেকে লাল-হলুদ জার্সি পরে খেলবেন কি না। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী এখন চূড়ান্ত না হওয়ায় বিদেশি ফুটবলাররা চুক্তিতে সই করার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy