মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে কঠিন পরীক্ষার সামনে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারই এই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস হয়। ইস্টবেঙ্গলের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন চিনের উহান জিয়াংদা ডব্লিুউএফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজ়বেকিস্তানের পিএফসি নাসাফ।
চিনের উহানে ‘বি’ গ্রুপের খেলা শুরু হবে আগামী ১৭ নভেম্বর থেকে। উদ্বোধনী ম্যাচে উহান জিয়াংদা খেলবে নাসাফের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলও যাত্রা শুরু করছে ১৭ নভেম্বর। প্রতিপক্ষ বাম খাতুন। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ সঙ্গীতা বাসফোর-রা খেলবেন উহান জিয়াংদার বিরুদ্ধে। গ্রুপ পর্বে ২৩ নভেম্বর ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পিএফসি নাসাফ। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবলে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দু’টি দল উঠবে শেষ আটে। এ ছাড়াও সমস্ত গ্রুপ মিলিয়ে সেরা দু’টি তৃতীয় স্থানে শেষ করা দলও ছাড়পত্র পাবে।
ডার্বিতে জোড়া গোল করে নায়ক হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গলের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামানতাকোস। কিন্তু ডুরান্ড কাপ শেষ হওয়ার পরেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয় লাল-হলুদের তরফে। জানা গিয়েছে, চেন্নাইয়িন এফসির ফুটবলার কন্নর শিল্ডসের কাছে প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি ইস্টবেঙ্গল মাঠের এরিয়ানের দিকে ফ্লাডলাইটের তার চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)