ড্র করল ইস্টবেঙ্গল। ছবি: টুইটার।
এই মরসুমে আইএসএলে ভাল ফল করার আশায় ইস্টবেঙ্গল। কিন্তু শুরুটা জয় দিয়ে হল না। সোমবার জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদকে। সুযোগ নষ্টের খেসারৎ দিতে হল তাদের।
সোমবার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং জামশেদপুর। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাল-হলুদ। কিন্তু কিছুতেই গোলের মুখ খুলতে পারছিল না। কখনও জামশেদপুর গোলরক্ষক টিপি রেহেনেশ আটকে দিলেন, কখনও আবার গোলের মধ্যে শট নিতে ভুল করলেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। প্রথমার্ধে যদিও মাঠে ছিলেন না ক্লেটন সিলভা। মনে করা হচ্ছিল তিনি নামলে পরিস্থিতি বদলাতে পারে। কিন্তু ৫৯ মিনিটে মাঠে নামা ক্লেটনও গোল করতে ব্যর্থ।
খেলা শুরুর তিন মিনিটের মাথায় আক্রমণ করেছিল ইস্টবেঙ্গল। নিশু কুমার বক্সের মধ্যে বল বাড়িয়েছিলেন। কিন্তু সেই বল ধরে গোলের মধ্যে রাখতে পারেননি জেভিয়ার সিভেরিয়ো। পাল্টা আক্রমণ করছিল জামশেদপুরও। কিন্তু লাল-হলুদের আক্রমণের ঝাঁঝ অনেক বেশি ছিল। গোটা ম্যাচেই বার বার আক্রমণে উঠেছে তারা। শুধু গোলটাই করতে পারেনি। ফুটবলে যদিও গোলটাই সব। তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ক্লেটনদের।
যদিও ৯১ মিনিটের মাথায় জামশেদপুরের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। হরমনজ্যোত খাবরা নিজেদের বক্সের মধ্যে জামশেদপুরের ইমরানকে ফাউল করেন। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায়। জামশেদপুরও তাই পেনাল্টি পায়নি। বল ছাড়াই ফাউল করেছিলেন খাবরা। ৯৬ মিনিটের মাথায় আবার জামশেদপুরের এমিল বেনিকে লাল কার্ড দেখিয়েও তা বাতিল করে হলুদ কার্ড দেখান রেফারি। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের সল ক্রেসপোকেও হলুদ কার্ড দেখান।
ডুরান্ডের ফাইনালের পর ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে আইএসএলেই প্রথম বার খেলতে দেখা গেল। সেই ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে মোহনবাগান। ঘরের মাঠে লাল-হলুদ সমর্থকেরাও জয় দিয়ে শুরু করার আশা দেখছিলেন। কিন্তু সেটা হল না। এক পয়েন্ট পেল তারা।
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ শনিবার। যুবভারতীতে সেই ম্যাচে লাল-হলুদ খেলবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচের আগে আক্রমণের ভুলগুলো শুধরে নিতে চাইবেন কোচ কার্লেস কুয়াদ্রত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy