কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে আজ, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে না খেলেই কি চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল? পরিস্থিতি ক্রমশ সে দিকেই এগোচ্ছে। কারণ, কোনও অবস্থাতেই খেলতে রাজি নয় ডায়মন্ড হারবার।
১৫টি ম্যাচ থেকে ৪১ পয়েন্ট (জয় ১৩, ড্র ২) অর্জন করে টেবলের শীর্ষ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারের সংগ্রহে ৩৯ পয়েন্ট। ক্রীড়াসূচি অনুযায়ী ইস্টবেঙ্গলের খেলা বাকি ডায়মন্ড হারবার এবং ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারকে খেলতে হবে ইস্টবেঙ্গল ও মহমেডানের বিরুদ্ধে। কিন্তু বাস্তবে ইস্টবেঙ্গলকে খেলতে হবে একটি ম্যাচ! কারণ, ভবানীপুর ক্লাব ইতিমধ্যেই ইস্টবেঙ্গলকে ম্যাচ ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তাই ডায়মন্ড হারবারের সঙ্গে মশালবাহিনীর তিন নয়, পাঁচ পয়েন্টের ব্যবধান।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবার না খেললেই ৪৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। কারণ, মহমেডানকে হারালেও নরহরি শ্রেষ্ঠরা শেষ করবেন ৪২ পয়েন্টে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বৃহস্পতিবার দল না নামানোর ব্যাপারে অনড় ডায়মন্ড হারবার কর্তৃপক্ষ। চব্বিশ ঘণ্টা আগেই তাঁরা চিঠি দিয়ে জানান, ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ইস্টবেঙ্গল ম্যাচের পরের দিন আরএফডিএল-এ মোহনবাগানের বিরুদ্ধে খেলা রয়েছে। ১৬ ফেব্রুয়ারি আই লিগ টু-র ম্যাচ। তাই বৃহস্পতিবার খেলা সম্ভব নয়।
আইএফএ-র তরফে ১৪ ফেব্রুয়ারির ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘‘১৪ ফেব্রুয়ারি আরএফডিএল-এ ডায়মন্ড হারবারের যে ম্যাচ রয়েছে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এ বার ওরা ঠিক করবে খেলবে কি না।’’ ডায়মন্ড হারবারের প্রধান কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘বৃহস্পতিবার ম্যাচ। অথচ বুধবার সন্ধে ছ’টার পরে আইএফএ জানাচ্ছে, ১৪ তারিখের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। তাই কোনও অবস্থাতেই বৃহস্পতিবার খেলব না।’’ ইস্টবেঙ্গল জানিয়েছে, সূচি অনুযায়ী তারা মাঠে দল নামাবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)