Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
East Bengal

ইস্টবেঙ্গলের ১০ গোল এই প্রথম নয়, লাল-হলুদের এই নজির আছে আরও চার বার, কবে কবে?

১০ গোল তো বটেই, এক ম্যাচে ১১ গোল দেওয়ারও নজির রয়েছে ইস্টবেঙ্গলের। কলকাতা লিগেও একাধিক বার ১০ গোল দিয়েছে লাল-হলুদ।

picture of east bengal

খিদিরপুরকে হারানোর পর ইস্টবেঙ্গল ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০২
Share: Save:

কলকাতা লিগের খেলায় মঙ্গলবার খিদিরপুরকে ১০-১ ব্যবধানে হারিয়েছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগে এই নিয়ে তৃতীয় বার ১০ গোল দেওয়ার নজির গড়ল লাল-হলুদ শিবির। সব মিলিয়ে পাঁচ বার ১০ গোল দিল ইস্টবেঙ্গল।

১৯৪৩ এবং ১৯৪৯ সালে দু’বার কলকাতা লিগে ১০ গোল দেওয়ার নজির রয়েছে ইস্টবেঙ্গলের। সেই দু’বার অবশ্য প্রতিপক্ষ দল কোনও গোল করতে পারেনি। ১৯৪৩ সালের ১০ জুন ইস্টবেঙ্গল ১০-০ ব্যবধানে জিতেছিল ডালহৌসির বিরুদ্ধে। ১৯৪৯ সালের ২৮ জুন কলকাতা লিগের খেলায় ক্যালকাটা গ্যারিসনকে ১০-০ গোলে হারিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার খিদিরপুরের বিরুদ্ধে ১০ গোল কলকাতা লিগে ইস্টবেঙ্গলের তৃতীয় নজির।

এ ছাড়া আরও দু’বার ১০ গোল দেওয়ার নজির রয়েছে ইস্টবেঙ্গলের। ১৯৪৫ সালে রোভার্স কাপে এবং ১৯৭২ সালে ডুরান্ড কাপে ১০ গোল দেওয়ার কীর্তি রয়েছে ইস্টবেঙ্গলের। ১৯৪৫ সালের ২৩ সেপ্টেম্বর রোভার্সে ইস্টবেঙ্গল ১১-০ ব্যবধানে হারিয়েছিল বিবি অ্যান্ড সিআই রেলকে। ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর ডুরান্ড কাপের ম্যাচে ১০-০ গোলে হারিয়েছিল বিবি স্টারকে। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরও জায়গা করে নিল ইস্টবেঙ্গলের ইতিহাসে।

মঙ্গলবার খিদিরপুরের ম্যাচে আরও একটি নজির হয়েছে। ’৭২ সালে ডুরান্ডের সেই ম্যাচে লাল-হলুদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন চিমা ওকেরি এবং কুলজিৎ সিংহ। ৩৪ বছর পর আবার একই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে দু’জন হ্যাটট্রিক করলেন। এ দিন হ্যাটট্রিক করেছেন বিষ্ণু পিভি এবং মহীতোষ রায়। খিদিরপুরের বিরুদ্ধে বিষ্ণু চারটি গোল করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE