২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল মিশর। বুধবার কাসাব্লাঙ্কায় অধিনায়ক মহম্মদ সালাহর জোড়া গোলের সাহায্যে মিশর ৩-০ হারায় জিবুতিকে। যে জয় তাঁদের বিশ্বকাপে যোগ্যতা অর্জন নিশ্চিত করে দেয়। এক রাউন্ড বাকি থাকতেই গ্রুপ ‘এ’তে মিশর পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়ায় ঐতিহাসিক মুহূর্তের সামনে পিরামিডের দেশ। এর আগে মাত্র তিন বার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে মিশর— ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালে। এই নিয়ে চতুর্থ বার বিশ্বকাপে খেলবে মিশর।
৩৩ বছর বয়সি সালাহ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মোট ৯টি গোল করেছেন। এই ম্যাচে ইব্রাহিম অ্যাডেল আট মিনিটে মিশরকে এগিয়ে দেওয়ার মিনিট ছয়েক পরেই তাঁর প্রথম গোল করেন সালাহ। তাঁর দ্বিতীয় গোল আসে ৮৪ মিনিটে। পাশাপাশি সোমালিয়াকে ৩-০ হারিয়ে ২০১৪ সালের পরে প্রথম বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আলজেরিয়া। কয়েক দিন আগেই আলজেরিয়ায় যোগ দিয়েছেন জ়িনেদিন জ়িদানের পুত্র লুকা।
কলকাতায় হিরোশি: বৃহস্পতিবার রাতে শহরে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হিরোশি ইবুসুকি। লাল-হলুদ সমর্থকদের জয়ধ্বনি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন জাপানের স্ট্রাইকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)