ফুটবলারের বুটের আঘাতে মাথা থেকে বেরোল রক্ত। পড়ল একাধিক সেলাই। সেই অবস্থাতেই ৯০ মিনিট পর্যন্ত মাঠে থাকলেন এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের ফুটবলার সেবাস্তিয়ান রোড। দিনের শেষে তাঁর হাসি বজায় থাকল। কারণ দল জিতল ইউরোপা লিগ। ৪২ বছর পর ফ্রাঙ্কফুর্টের ঘরে ঢুকল ইউরোপীয় কোনও খেতাব। স্বাভাবিক ভাবেই জার্মানির এই ক্লাবের সমর্থকরা মাতলেন বাঁধনহারা উচ্ছ্বাসে।
স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সের বিরুদ্ধে ফ্রাঙ্কফুর্টের খেলা ১২০ মিনিট পর্যন্ত অমীমাংসিত অবস্থায় ছিল। দ্বিতীয়ার্ধে রেঞ্জার্সকে এগিয়ে দিয়েছিলেন জো আরিবো। সমতা ফেরান ফ্রাঙ্কফুর্টের রাফায়েল বোর। পেনাল্টি শুটআউটে রেঞ্জার্সের অ্যারন র্যামসের শট বাঁচিয়ে দেন কেভিন ট্র্যাপ। ফ্রাঙ্কফুর্টের পাঁচ ফুটবলারই গোল করেন। জার্মানির ঘরোয়া লিগে একাদশ স্থানে শেষ করা সত্ত্বেও ইউরোপা লিগ জেতার সুবাদে পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে ফ্রাঙ্কফুর্ট।