Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Australia Football

কাতার বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়া, লেকির গোলে হারাল ডেনমার্ককে

এশিয়া থেকে এ বারের বিশ্বকাপে যাওয়া প্রথম দেশ হিসাবে শেষ ষোলোয় চলে গেল অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’-র শেষ ম্যাচে বুধবার তারা ডেনমার্ককে হারাল ১-০ গোলে।

গোল করার পর লেকির উচ্ছ্বাস।

গোল করার পর লেকির উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২২:৩১
Share: Save:

অস্ট্রেলিয়া ১ (লেকি)

ডেনমার্ক ০

ইতিহাস অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল তারা। গ্রুপ ‘ডি’-র শেষ ম্যাচে বুধবার তারা ডেনমার্ককে হারাল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে একমাত্র গোল ম্যাথু লেকির। ফ্রান্সের পর দ্বিতীয় স্থানে শেষ করল অস্ট্রেলিয়া।

দু’দলের কাছেই এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই আধিপত্য দেখানোর চেষ্টা করছিল দুই দল। বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল তারা। পিছন দিকে পাস বাড়ানোর বদলে দু’দলই বল পাস করছিল ফাইনাল থার্ডে। দু’দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল প্রথমে। ধীরে ধীরে ডেনমার্ক ম্যাচে বেশি দাপট দেখাতে থাকে। ১৯ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান দারুণ সেভ করেন। জোয়াকিম মেহলের শট অস্ট্রেলিয়ার সাউটারের গায়ে লেগে ঢুকে যাচ্ছিল। রায়ান ঝাঁপিয়ে পড়ে বাঁচান।

তার পর ম্যাচের নিয়ন্ত্রণ কিছু ক্ষণের জন্যে চলে যায় অস্ট্রেলিয়ার হাতে। তা মিনিট পাঁচেক পর ফিরে পায় ডেনমার্ক। অসাধারণ খেলছিলেন ডেনমার্কের খেলোয়াড় মার্টিন ব্রাথওয়েট। ৩৩ মিনিটের মধ্যে তিনি তিনটি সুযোগ পেয়েছিলেন। তবে কাজে লাগাতে পারেননি। খুব একটা চোখে পড়ছিল না ক্রিশ্চিয়ান এরিকসেনকে। তবে বিরতির আগে তাঁর একটি প্রচেষ্টা প্রতিহত হয়।

বিরতির পরে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাকগির শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। দু’দলের মধ্যে সেই ধরনের ফুটবলার দেখা যাচ্ছিল না, যিনি বক্সের মধ্যে একার দক্ষতায় গোল করতে পারেন। তবে ৬০ মিনিটে গোলের মুখ খুঁজে পায় অস্ট্রেলিয়া। একক দক্ষতায় গোল করেন ম্যাথু লেকি। মেহলকে দু’বার কাটিয়ে গোলকিপারকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন তিনি।

গোল পেয়েই অনেকটা আত্মবিশ্বাস পেয়ে যায় অস্ট্রেলিয়া। মরিয়া হয়ে আরও একটি গোল তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে তারা। অন্য দিকে ডেনমার্কও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিন্তু এরিকসেনরা হাজার চেষ্টা করেও গোল করতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE