Advertisement
২৭ মার্চ ২০২৩
Neymar

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কি পাওয়া যাবে? কবে নামবেন নেমার? জানিয়ে দিল ব্রাজিল

সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে খেলার সময়ই চোট পেয়েছিলেন নেমার। ৮০ মিনিটের মাথায় তাঁকে তুলে নেওয়া হয়। গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি।

গ্রুপের শেষ ম্যাচে নেমারের খেলার সম্ভাবনা কতটা জানালেন সতীর্থ।

গ্রুপের শেষ ম্যাচে নেমারের খেলার সম্ভাবনা কতটা জানালেন সতীর্থ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ০৯:০৭
Share: Save:

প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই চোট পেয়েছিলেন নেমার। ব্রাজিল অধিনায়কের গোড়ালিতে চোট লাগে। দ্বিতীয় ম্যাচে খেলতেই পারেননি তিনি। কোচ তিতে আশাবাদী ছিলেন নেমার চোট সারিয়ে মাঠে নেমে পড়বেন, কিন্তু তা সম্ভব হয়নি। এমন কী গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধেও খেলতে পারবেন না নেমার।

Advertisement

২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ইতিমধ্যেই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া লাতিন আমেরিকার দলের কাছে ক্যামেরুন ম্যাচের সে অর্থে কোনও গুরুত্ব নেই। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে নেমারকে ছাড়াই ১-০ গোলে জেতে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচের আগে রড্রিগো বলেন, “নেমারের জ্বর হয়েছে। এখন যদিও সব কিছু ঠিক আছে। সুস্থ হয়ে ওঠার পথে রয়েছে ও।”

চোট রয়েছে রাইট ব্যাক ড্যানিলোরও। তিনি চোট পান সার্বিয়া ম্যাচে। চোট পেয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় চোট পান তিনি। রড্রিগো বলেন, “ক্যামেরুনের বিরুদ্ধে নেমার, ড্যানিলো এবং স্যান্দ্রোর মধ্যে কাউকেই পাওয়া যাবে না।” সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের জয় হোটেলে বসেই দেখেন নেমার। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন তিনি নিজেই। তখনই দেখা গিয়েছিল তাঁর গোড়ালি ফুলে রয়েছে। শেষ ম্যাচে হেরে গেলেও প্রি-কোয়ার্টারে উঠবে ব্রাজিল। তবে সেটা হলে গ্রুপের দ্বিতীয় হয়ে যেতে পারে তারা। সেটা চাইবেন না রড্রিগোরা।

নেমারের জ্বরের কথা আগেই জানিয়েছিলেন তাঁর সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেছিলেন, ‘‘নেমারের জ্বর হয়েছে। ও হোটেলের ঘরেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।’’ জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে ব্রাজিলের ফুটবলারের। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলতে পারেননি চিকিৎসকেরা।

Advertisement

সার্বিয়ার বিরুদ্ধে খেলা চলাকালীন ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেমার। ৮০ মিনিটের মাথায় তাঁকে তুলে নিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। পরে জানা গিয়েছিল, গুরুতর চোট পেয়েছেন নেমার। গোড়ালি ফুলে গিয়েছে। চোট সারিয়ে ফেরার অনেক চেষ্টা করছেন নেমার। প্রায় সারা দিন দলের ফিজিয়োর সঙ্গে কাটাচ্ছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.