জন্মদিনের আগে চেনা ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী বুধবার, ৫ ফেব্রুয়ারি ৪০তম জন্মদিন পালন করবেন আল নাসের অধিনায়ক। তার আগে সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল ওয়াসলের বিরুদ্ধে তাঁর দল জিতল ৪-০ ব্যবধানে। গোলের পর নতুন ধরনের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গিয়েছে পর্তুগিজ ফুটবলারকে।
পেশাদার ফুটবলে ৯২৩টি গোল হয়ে গেল রোনাল্ডোর। সোমবার আল নাসেরের হয়ে ২৫তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। আল ওয়াসলের বিরুদ্ধে ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন সিআর সেভেন। নিজের দ্বিতীয় গোলটি করেন ৭৮ মিনিটে। সাদিও মানের ক্রসে মাথা ছুঁইয়ে গোল পান। সৌদি আরবের ক্লাবটির হয়ে তাঁর ২৩টি গোল হয়ে গেল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটি ম্যাচে রোনাল্ডোর গোলসংখ্যা হল ছয়।
সব মিলিয়ে ৪০তম জন্মদিনের আগে হালকা মেজাজে রয়েছেন রোনাল্ডো। গোল করার পর তাঁকে নতুন ধরনের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গিয়েছে। প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন। তার পর হাত নীচের দিকে নামিয়ে আনেন এবং একই সঙ্গে মাথাও ঝাঁকান নীচের দিকে। তাঁর নতুন উচ্ছ্বাসের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।