ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে ব্রাজিলের চার ক্লাব। সেই চার দলই জায়গা করে নিল প্রতিযোগিতার শেষ ১৬ পর্বে। আগেই জায়গা করে নিয়েছিল পামেইরাস এবং বোটাফোগো। এ বার জায়গা করে নিল ফ্লুমিনেন্স এবং ফ্ল্যামেঙ্গো।
ব্রাজিল ফুটবল দল আন্তর্জাতিক স্তরে শেষ কয়েক বছরে তেমন সাফল্য পায়নি। কিন্তু সেই দেশের চারটি দল ক্লাব বিশ্বকাপের শেষ ১৬-য় জায়গা করে নেওয়ায় আগামী দিনে কিছুটা আশার আলো দেখতে পারে ব্রাজিল। আন্তর্জাতিক স্তরে দেশের ক্লাবগুলি সাফল্য পেলে দলের স্থানীয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়বে। যা সাহায্য করবে ব্রাজিলকে।
ব্রাজিলের চারটি ক্লাব পরের পর্বে গেলেও পারল না আর্জেন্টিনার রিভার প্লেট। ইন্টার মিলানের বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেল তারা। ফলে গ্রুপে তিন নম্বরে শেষ করে রিভার প্লেট। গ্রুপ ই থেকে পরের পর্বে গিয়েছে ইন্টার এবং মন্টেরে। মেক্সিকান ক্লাব মন্টেরে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে উরাওয়া রেডসের বিরুদ্ধে।
গ্রুপ এফ-এর দু’টি ম্যাচে ডর্টমন্ড এবং ফ্লুমিনেন্স পরের পর্বে গিয়েছে। ডর্টমন্ড ১-০ গোলে হারিয়ে দিয়েছে উলসানকে। ফ্লুমিনেন্স ড্র করে মামেলোডি সানডাউন্সের সঙ্গে।
বৃহস্পতিবার চারটি ম্যাচ রয়েছে। সেই চারটি ম্যাচেই ঠিক হয়ে যাবে পরের পর্বে আর কোন চার দল যাবে। রিয়াল মাদ্রিদ খেলবে রেড বুল সালসবার্গের বিরুদ্ধে। আল হিলাল খেলবে পাচুকার বিরুদ্ধে। দু’টি ম্যাচই হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। রাতে খেলবে জুভেন্টাস। তাদের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। অন্য ম্যাচে, আল আইন খেলবে উইদাদ এসি-র বিরুদ্ধে।