Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Aroop Biswas

Bengal Football: বাংলার ফুটবলের পাশে দাঁড়ানোর আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

বাংলার ফুটবলের উন্নতির জন্য সচেষ্ট রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসে বিভিন্ন আশ্বাস দিয়েছেন আইএফএ সচিবকে।

ফুটবলের জন্য অরূপের আশ্বাস

ফুটবলের জন্য অরূপের আশ্বাস ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ২২:১১
Share: Save:

বাংলার ফুটবলের পাশে থাকার আশ্বাস দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলেন আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত। আইএফএ সচিব হওয়ার পর প্রথম বার অরূপের সঙ্গে সাক্ষাৎ হল তাঁর। বৈঠকে অরূপ বাংলার ফুটবলের পাশে দাঁড়ানোর সব রকম প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে কলকাতার নীচের ডিভিশনগুলির খেলা। প্রতিটি ম্যাচে যাতে অ্যাম্বুল্যান্স এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা থাকে, তার ব্যবস্থা করবেন অরূপ। যে মাঠগুলিতে ম্যাচ হবে সেগুলিও যাতে সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় তার দিকে নজর দেওয়া হবে। পাশাপাশি, বাংলার খুদে ফুটবলারদের অনুশীলন, থাকা-খাওয়া এবং বাকি সব কিছুর দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে আশ্বাস দিয়েছেন অরূপ।

ক্রীড়ামন্ত্রীর থেকে এই আশ্বাস পেয়ে খুশি অনির্বাণ। বলেছেন, “খুব ভাল কাজ হয়েছে। সরকারের থেকে এ ভাবে সাহায্য পেলে ভবিষ্যতে বাংলার ফুটবলের জন্য কাজ করতে আরও উৎসাহিত হব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE