গত বার আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ জিতিয়েছেন লিয়োনেল মেসি। ৩৬ বছর পর আবার ফুটবলে বিশ্বসেরা হয়েছে আর্জেন্টিনা। ২০২৬ সালে আমেরিকায় পরের ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপেও কি খেলবেন মেসি? এই প্রশ্নের জবাব দিলেন তাঁর ক্লাব সতীর্থ লুই সুয়ারেস।
মেসি এখন আমেরিকার মেজর সকার লিগে খেলেন। ইন্টার মায়ামিতে তাঁর সতীর্থ সুয়ারেস। স্পেনের ক্লাব বার্সেলোনার হয়ে একসঙ্গে খেলার সময় থেকে তাঁদের বন্ধুত্ব। মাঠের বাইরেও একসঙ্গে সময় কাটান তাঁরা। সেই সূত্রে মেসিকে অনেক কাছ থেকে দেখেছেন সুয়ারেস। তাঁকে কি নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছেন মেসি?
গত বার কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগে মেসি জানিয়েছিলেন, সেটিই তাঁর শেষ বিশ্বকাপ। যদিও চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর নেননি তিনি। এখনও খেলছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছেন মেসি। লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসাবে আমেরিকায় বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। সেখানে কি মেসিকে খেলতে দেখা যাবে?
আরও পড়ুন:
মেসির অবসর নিয়ে প্রশ্নের জবাবে সুয়ারেস বলেন, “অবসর? আর্জেন্টিনার হয়ে ২০২৬ সালের বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির। আমরা মজা করে অবসরের কথা বলি। কিন্তু ও পরের বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছে। তাই কবে ও অবসর নেবে সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না। অবসরের জন্য ফুটবলারকে মানসিক ভাবেও প্রস্তুত হতে হয়।”
আমেরিকার ক্লাবে যোগ দেওয়ার পর গত বছর মায়ামিকে সাপোর্টার্স শিল্ড জিতিয়েছেন মেসি। যদি মেজর সকার লিগের প্লে-অফে হারতে হয়েছে মায়ামিকে। এ বার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে দলকে তুলেছেন মেসি। ১০টি ম্যাচে আটটি গোল করেছেন। এ বার মেজর সকার লিগে চার নম্বরে রয়েছে মায়ামি। এই বছরই ক্লাবের সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। ক্লাব সূত্রে খবর, নতুন চুক্তিতে রাজি হয়েছেন মেসি। যদিও এখনও সরকারি কোনও ঘোষণা হয়নি।