ফিফা ক্লাব বিশ্বকাপের আগে চিন্তায় ইন্টার মিলান কর্তৃপক্ষ। দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে ছাড়াই খেলতে হতে পারে তাঁদের। যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে রয়েছেন মেহদি তারেমি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার জন্য তেহরানে গিয়েছিলেন ৩২ বছরের ফুটবলার।
ইজ়রায়েল এবং ইরানের মধ্যে চলছে সামরিক সংঘর্ষ। দু’দেশই একের পর এক আক্রমণ চালাচ্ছে। চলছে হুমকির লড়াই। ইজ়রায়েলের অপারেশন ‘রাইজ়িং লায়ন’-এর পাল্টা ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ অভিযানের জেরে পশ্চিম এশিয়ার সংশ্লিষ্ট অংশে যাত্রীবাহী বিমান চলাচল প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না ইন্টার মিলান স্ট্রাইকার।
ভাল ফর্মে রয়েছেন তারেমি। গত সপ্তাহে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইরানের ৩-০ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। একটি গোলও করেন। জাতীয় দলের ম্যাচের পর ইরানের ফুটবল সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্লাবের থেকে কয়েক দিন বাড়তি ছুটি নিয়েছিলেন তারেমি। সেই অনুষ্ঠানে ইরানের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে ইজ়রায়েল-ইরান সংঘাত। ফলে আমেরিকায় দলের সঙ্গে যোগ দিতে পারছেন না ইরানের স্ট্রাইকার। কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন, বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত। উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপ খেলার জন্য ইন্টার মিলানের দল এখন আমেরিকায়।
আরও পড়ুন:
কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সঁ জরমঁর কাছে ০-৫ ব্যবধানে হেরেছে ইন্টার মিলান। ক্লাব কর্তৃপক্ষ চাইছেন ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই পুরো শক্তির দল মাঠে নামাতে। তারেমি প্রথম একাদশের নিয়মিত সদস্য। স্বাভাবিক ভাবেই তাঁর অনুপস্থিতি উদ্বেগে রেখেছে মিলান শিবিরকে।