তাদের দলেই এ বারের আইএসএল-এ প্রথম ছড়িয়ে পড়েছিল করোনা সংক্রমণ। ধীরে ধীরে অন্যান্য দলেও তা ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই আইএসএল-এর একাধিক ম্যাচ বাতিল করতে হয়েছে। এর মধ্যে রয়েছে এটিকে মোহনবাগানের দু’টি ম্যাচও। প্রথমে ওড়িশা এফসি, তারপরে বেঙ্গালুরু এফসি। সবুজ-মেরুনের পরপর দু’টি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। অবশেষে ১১ দিন ঘরবন্দি থাকার পর অনুশীলনে নেমেছেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। বৃহস্পতিবার তাঁরা লিগের শীর্ষে থাকা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছেন।
পরপর দু’টি ম্যাচ বাতিল হওয়ায় ইতিমধ্যেই প্রথম চার থেকে সরে গিয়েছে এটিকে মোহনবাগান। ৯টি ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা লিগ তালিকায় ৬ নম্বরে। কেরলের বিরুদ্ধে জিতলে প্রথম চারে আবার ঢুকে পড়বে তারা। কিন্তু এই মুহূর্তে কেরলও টানা ১০ ম্যাচে অপরাজিত। দুরন্ত ছন্দে রয়েছেন তাদের ফুটবলার আদ্রিয়ানা লুনা। এই আইএসএল-এ তিনি ছ’টি অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি গোলকিপার প্রভসুখন গিল দারুণ খেলছেন। তিনি ছাড়া এই আইএসএল-এ এখনও কোনও গোলকিপারই দু’টির বেশি ক্লিনশিট রাখতে পারেননি।