Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Lionel Messi

মেসির থেকে ৩৭০০ মাইল দূরে এমবাপে! প্যারিস স্বাগত জানাল লিয়োকে, পাশে নেই ফরাসি তারকা

অনুশীলনে নামার আগে মেসিকে ‘গার্ড অফ অনার’ দেয় গোটা দল। সেই ভিড়ে পিএসজি-র প্রায় সব ফুটবলার থাকলেও অনুপস্থিত ছিলেন দু’জন। কিলিয়ান এমবাপে এবং আশরফ হাকিমি।

মেসির ক্লাবে ফেরার দিনে কোথাও দেখা গেল না এমবাপেকে।

মেসির ক্লাবে ফেরার দিনে কোথাও দেখা গেল না এমবাপেকে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৭:১৬
Share: Save:

বিশ্বকাপ জিতে ফিরেছিলেন দেশে। ছুটি কাটিয়ে আবার প্যারিসে ফিরেছেন লিয়োনেল মেসি। ক্লাবের হয়ে নতুন বছরে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। অনুশীলনে নামার আগে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেয় গোটা দল। সেই ভিড়ে পিএসজি-র প্রায় সব ফুটবলার থাকলেও অনুপস্থিত ছিলেন দু’জন। কিলিয়ান এমবাপে এবং আশরফ হাকিমি। কোথায় গেলেন তাঁরা? কেন মেসিকে স্বাগত জানালেন না?

উত্তর পাওয়া যাবে এমবাপের ইনস্টাগ্রামে চোখ বোলালেই। ক্লাবের ভরা মরসুমের মাঝে সামান্য ছুটি নিয়ে দু’জনেই ঘুরতে গিয়েছেন আমেরিকায়। সেখানে টাইম্‌স স্কোয়্যার-সহ নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। মাথা ঢাকা রয়েছে জ্যাকেটের হুডিতে। মুখে মাস্ক। ফলে গোটা শরীরে দেখা যাচ্ছে দুটো চোখ। নিউ ইয়র্কের রাস্তায় কেউ তাঁদের চিনতেই পারছেন না। আমেরিকার সংবাদমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে।

এমবাপে এবং হাকিমি দু’জনের কেউই বিশ্বকাপের পর ছুটি নেননি। দেশের হয়ে দায়িত্ব শেষ হওয়ার পরেই চলে এসেছেন ক্লাবে। হাকিমির দেশ মরক্কো খেলেছে বিশ্বকাপে তৃতীয় স্থানের ম্যাচ। এমবাপে খেলেছেন ফাইনাল। ক্লাবের তরফে তাঁদের ছুটির অনুমোদন দেওয়া হলেও কেউই নেননি। তবে পিএসজি-র হয়ে বছরের শেষ এবং নতুন বছরের প্রথম ম্যাচ খেলার পরেই ছুটিতে চলে গিয়েছেন দু’জনে। সেই ছুটি দিয়েছেন কোচ ক্রিস্টোফ গালচিয়ে। তাই দু’জনেই ঘুরে বেড়াচ্ছেন আমেরিকায়।

এমবাপে এবং হাকিমিকে দেখা যাচ্ছে রাস্তায় বিনোদনমূলক পারফরম্যান্স দেখে হাততালি দিতে। সোমবার রাতে দু’জনেই ব্রুকলিন নেটস বনাম সান আন্তোনিয়ো স্পার্সের বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। চিৎকার করে এমবাপের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বহু মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Kylian Mbappe Achraf Hakimi PSG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE