Advertisement
১৯ জুলাই ২০২৪
Copa America 2024

কোপায় জাদু দেখাতে তৈরি লিয়োনেল মেসি, বলছেন কোচ স্কালোনি

স্কালোনি বলেছেন, ‘‘মেসি পুরো ফিট। আমেরিকায় জাদু দেখাতে তৈরি। ওকে দেখে গোটা দল উৎসাহে টগবগ করে ফুটছে। প্রত্যেকে নিজের সেরা ফুটবল খেলতে তৈরি।’’

মহড়া: আটলান্টায় আর্জেন্টিনার অনুশীলনে মেসি। মঙ্গলবার।

মহড়া: আটলান্টায় আর্জেন্টিনার অনুশীলনে মেসি। মঙ্গলবার। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ০৬:২৪
Share: Save:

কোপা আমেরিকায় লিয়োনেল মেসি জাদু দেখতে তৈরি। জানিয়ে দিলেন কোচ লিয়োনেল স্কালোনি। আর্জেন্টিনার প্রথম ম্যাচ কানাডার বিরুদ্ধে (শুক্রবার ভারতীয় সময়ে ভোরে)। এই মুহূর্তে মেসিরা প্রস্তুতি নিচ্ছেন আয়োজক দেশ আমেরিকার আটলান্টায়। সেখানে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে গোটা দলকে।

স্কালোনি বলেছেন, ‘‘মেসি পুরো ফিট। আমেরিকায় জাদু দেখাতে তৈরি। ওকে দেখে গোটা দল উৎসাহে টগবগ করে ফুটছে। প্রত্যেকে নিজের সেরা ফুটবল খেলতে তৈরি।’’ আমেরিকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘‘সবাই পেশাদার, নিজেদের কাজ জানে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে আমাদের দায়িত্ব বেশি। আরও এক বার ট্রফি জিততে সবাই তৈরি।’’

কোপায় গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনার গ্রুপে কানাডা ছাড়া আছে চিলি ও পেরু। গ্রুপ ‘বি’তে ইকুয়েডর, জামাইকা, মেক্সিকো ও ভেনেজুয়েলা। গ্রুপ ‘সি’তে বলিভিয়া, আমেরিকা, পানামা ও উরুগুয়ে।

ব্রাজিল প্রথম ম্যাচে নামছে ২৫ জুন (ভারতীয় সময়ে ভোরে) কোস্টা রিকার বিরুদ্ধে। গ্রুপ ‘ডি’-তে ব্রাজিল, কোস্টারিকা ছাড়া দুই দেশ কলম্বিয়া ও প্যারাগুয়ে। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল শেষ আটে উঠবে।

এ দিকে, ভাইপো তোমাস মেসির ইউটিউব চ্যানেলে লিয়ো বলেন, ‘‘মনে আছে ২০১১ কোপা থেকে বিদায়ের পরে আমাকে ব্যঙ্গ করা হচ্ছিল। খুব কষ্টকর স্মৃতি।’’ কার সঙ্গে মাঠে তাঁর সবচেয়ে বেশি তর্কাতর্কি হত? মেসি বলেন, ‘‘সের্খিয়ো রামোসের উপরে সবচেয়ে বেশি রেগে যেতাম। পরে অবশ্য একই দলে খেলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE