এই মরসুমের পরেই কি প্যারিস সঁ জঁ ছাড়তে চলেছেন লিয়োনেল মেসি? নেমারদের ক্লাব ছেড়ে তিনি যোগ দিতে পারেন আমেরিকার মেজর লিগ সকারের ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে। এমন খবর জানিয়েছেন মায়ামির এক সংবাদমাধ্যমের সাংবাদিক অ্যালেক্স কান্ডাল। তাঁর দাবি, ২০২৩ সালে আমেরিকার মেজর সকার লিগের ক্লাবে যোগ দেবেন মেসি।
ফেব্রুয়ারি মাসে একটি সাক্ষাৎকারে ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস বলেন, ‘‘মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর খেলার ধার এখনও কমেনি। বেকহ্যামের সঙ্গে ওর ভাল সম্পর্ক রয়েছে। যদি ও পিএসজি ছাড়ে তাহলে আমরা ওকে আমাদের ক্লাবে চাইব। আমি আশাবাদী। এরকম হতেই পারে।’’ জানা গিয়েছে, আমেরিকার ক্লাবে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির ৩৫ শতাংশ মালিকানা কিনতে পারেন মেসি।