পর পর দু’ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে প্রবল ভাবে ফিরে এসেছে দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে প্রথম চারে ওঠার বিষয়ে অনেকটা এগিয়ে থাকবে তারা। তাই এখন থেকেই দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের মাথায় প্লে-অফের অঙ্ক।
ময়ঙ্ক অগ্রবালদের হারিয়ে পন্থ বলেন, ‘‘আমরা গোটা প্রতিযোগিতায় পর পর দু’টো ম্যাচ জিতিনি। একটা ম্যাচ জিতলে পরের ম্যাচ হেরেছি। কিন্তু শেষ দুই ম্যাচ জিতেছি। এই জয় খুব দরকার ছিল। দল হিসাবে এই বদল চেয়েছিলাম। সেটা হয়েছে। এ বার শেষ ম্যাচ জিততে হবে। তা হলে প্লে-অফে উঠতে পারব।’’