সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সেরে উঠেছেন তিনি। কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে আর্জেন্টিনা দলে রাখা হলো না লিয়োনেল মেসিকে। তাঁকে বিশ্রাম দিলেন কোচ লিয়োনেল স্কালোনি। প্রসঙ্গত, আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে।
আগামী ২৭ জানুয়ারি সান্তিয়াগোর মাঠে চিলির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। ১ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিরুদ্ধে নামবে তারা। বড়দিনের সময় রোজারিয়োয় নিজের বাড়িতে থাকাকালীনই করোনায় আক্রান্ত হন মেসি। ৫ জানুয়ারি তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল প্যারিস সঁ জঁ।