এমএলএস
ইন্টার মায়ামি ৩ ডিসি ইউনাইটেড ২
অপ্রতিরোধ্য লিয়োনেল মেসি। রবিবার ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ৩-২ জয়ের ম্যাচে গোল করে এবং করিয়ে মেজর লিগ সকারের প্লে-অফের পথে ইন্টার মায়ামিকে আরও এক ধাপ এগিয়ে দিলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি।
ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে বৃষ্টিস্নাত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল মায়ামির। ৩৫ মিনিটে মেসির অসাধারণ থ্রু থেকে ১-০ করেন তাদেও আলেন্দে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাত মিনিটের মধ্যেই ধাক্কা। ডি সি ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেকে সমতা ফেরান। এর পরেই জ্বলে ওঠেন মেসি। ৬৬ মিনিটে জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বক্সের মধ্যে চকিতে ঘুরে গিয়ে বাঁ পায়ের শটে ২-১ করেন তিনি। ৭২ মিনিটে মায়ামি পেনাল্টি পেলেও মেসি এগিয়ে দেন সতীর্থ মাতেও সিলভেত্তিকে। কিন্তু তাঁর শট ক্রসবারে ধাক্কা খায়। ৮৫ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে শেষ পর্যন্ত মেসিই ব্যবধান বাড়ান। চলতি মরসুমে ২২ ম্যাচে ২২টি গোল করলেন এল এম টেন। সপ্তমবার জোড়া গোল করলেন চলতি মরসুমে। এখানেই শেষ নয়। সর্বোচ্চ গোলদাতাও এই মুহূর্তে তিনি। ২১টি গোল করে দ্বিতীয় স্থানে আছেন ন্যাশভিলের স্যাম সারিজ। ম্যাচের সংযুক্ত সময়ে (৯০+৭ মিনিট) জেকব মুরেল ব্যবধান কমালেও ডিসির হার বাঁচাতে পারেননি।
এই জয়ের পরে এমএলএসের ২৮টি ম্যাচ থেকে ৫২ পয়েন্ট অর্জন করে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে রয়েছে মায়ামি। টানা দ্বিতীয়বার এমএলএস সাপোটার্স শিল্ড জেতার সুযোগ এখনও রয়েছে মেসিদের সামনে। ৬০ পয়েন্ট অর্জন করে টেবলের শীর্ষ স্থানে রয়েছে ফিলাডেলফিয়া। যদিও মায়ামির চেয়ে তারা তিনটি ম্যাচ বেশি খেলেছে।
ডিসির বিরুদ্ধে জয়ের পরে মায়ামির ম্যানেজার হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘‘চলতি সপ্তাহে ঘরের মাঠে লক্ষ্য ছিল ছয় পয়েন্ট অর্জন করা। আমরা তা পেরেছি। এ বার পাখির চোখ পয়েন্ট টেবলের শীর্ষ স্থানে থেকে মরসুম শেষ করা।’’
রিয়ালের জয়রথ ছুটছে: কিলিয়ান এমবাপে-এদের মিলিতাও যুগলবন্দিতে এস্প্যানিয়লকে ২-০ হারিয়ে জয়ের ডাবল হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদের। লা লিগায় এই মরসুমে পাঁচটি ম্যাচেই জিতলেন জুড বেলিংহামেরা। এস্প্যানিয়লের বিরুদ্ধে ২২ মিনিটে মিসিতাও প্রায় ৩০ গজ দূর থেকে বল নিয়ে উঠে গোলার মতো শটে গোল করে এগিয়ে দেন রিয়ালকে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন এমবাপে। পাঁচ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে রিয়াল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)