এই এশিয়াতেই সাত মাস আগে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। দোহায় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জীবনের প্রথম বিশ্বকাপ হাতে তুলেছিলেন। — ফাইল চিত্র
ভারত তথা এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্যে সুখবর। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলতে আসছে এই মহাদেশে। পরের মাসে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবে তারা। তার মধ্যে একটি ম্যাচ রয়েছে ভারতের পড়শি দেশে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লিয়োনেল মেসিদের নিয়ে উত্তেজনা।
এই এশিয়াতেই সাত মাস আগে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। দোহায় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জীবনের প্রথম বিশ্বকাপ হাতে তুলেছিলেন মেসি। তার পরে ঘরের মাঠে দু’টি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। সেই ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় প্রবল উৎসাহ ছিল। এশিয়ার বিভিন্ন দেশের সমর্থকরাও আবার মেসির খেলা সামনে থেকে দেখবেন ভেবে উত্তেজিত।
আর্জেন্টিনার খবর অনুযায়ী, আগামী ১৫ জুন চিনের রাজধানী বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই অস্ট্রেলিয়াকেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল তারা। আবার মুখোমুখি হতে চলেছে দুই দেশ।
চার দিন পর, অর্থাৎ ১৯ জুন জাকার্তায় গিয়ে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এশিয়ায় এই দু’টি ম্যাচই খেলবে তারা। ইন্দোনেশিয়া এ বার এশিয়ান কাপও খেলছে। তা ছাড়া, আর্জেন্টিনার সঙ্গে তাদের সাম্প্রতিক একটি যোগাযোগও রয়েছে।
#SelecciónMayor Gira Asia 2023
— Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) May 22, 2023
Amistosos confirmados:
15/06 vs @Socceroos en Beijing.
19/06 vs #Indonesia en Yakarta.
¡Vamos Selección! 💙 pic.twitter.com/0FJwEZ83uH
এই মুহূর্তে আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, যা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু ইজরায়েলের অংশগ্রহণের বিরোধিতা করে সে দেশের জনসংখ্যার একাংশ। ফিফা শেষ মুহূর্তে আর্জেন্টিনায় বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়।
অস্ট্রেলিয়ার তরফে ফুটবল সচিব জেমস জনসন বলেছেন, “ফুটবল বিশ্বজনীন খেলা। বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে চিনে গিয়ে ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়ে আমরা গর্বিত। আশা করি আগামী দিনে ফুটবল মাঠে এবং মাঠের বাইরে দু’দেশের মধ্যে কাজ করার সুযোগ করে দেবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy