E-Paper

ইস্টবেঙ্গলের অধিনায়ক মহেশ

নববর্ষের সকালে ময়দানের ক্লাবের মাঠে অনুশীলনের পরে বারপুজোয় অংশ নেবেন মহেশ। থাকবেন কোচ অস্কার ব্রুসোও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৭:৩৪
মহেশ সিংহ।

মহেশ সিংহ। —ফাইল চিত্র।

আগামী মরসুমে ইস্টবেঙ্গলের অধিনায়ক মহেশ সিংহ। সুপার কাপ এবং বাংলা নববর্ষে বারপুজোর প্রস্তুতির আবহেই নতুন নেতা বেছে নিল মশালবাহিনী।

মঙ্গলবার নববর্ষের সকালে ময়দানের ক্লাবের মাঠে অনুশীলনের পরে বারপুজোয় অংশ নেবেন মহেশ। থাকবেন কোচ অস্কার ব্রুসোও। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘মহেশ আমাদের আগামী মরসুমের অধিনায়ক। বারপুজোয় ও বসবে। থাকবেন কোচও। আইডব্লিউএল-জয়ী পুরো দলই থাকবে। এ ছাড়াও ১৩ থেকে ১৯— সমস্ত দলের ফুটবলারেরাও থাকবে।’’

২০২১ সালে সুদেবা এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে যোগ দেন মহেশ। সদ্য সমাপ্ত আইএসএলে ২০ ম্যাচে ২ গোল করেছেন ২৬ বছর বয়সি তারকা। গোলে সহায়তা একটিতে।

এ দিকে রবিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কোচের সঙ্গে ক্লেটন সিলভার বিবাদকে কেন্দ্র করে অস্বস্তি বাড়ছে ইস্টবেঙ্গলে। অন্যতম শীর্ষ কর্তা বললেন, ‘‘অত্যম্ত দুঃখজনক ঘটনা। শুধু ইস্টবেঙ্গল নয়, কোনও ক্লাবেই এই ধরনের ঘটনা কাম্য নয়। কোচ এখনও সরকারি ভাবে কিছু জানাননি। যে কোম্পানি গঠন করা হয়েছে, তার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা শৃঙ্খলাকে প্রাধান্য দেবেন বলেই আশা করছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

East Bengal East Bengal FC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy