এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নজির গড়লেন ম্যাঞ্চেস্টার সিটির ইলখাই গুন্ডোয়ান। এফএ কাপের ইতিহাসে দ্রুততম গোলের নজির গড়লেন তিনি। ভাঙলেন ১৪ বছর আগের রেকর্ড।
এফএ কাপ ফাইনালে খেলা শুরু হওয়ার মাত্র ১২ সেকেন্ডেই গোল করেন গুন্ডোয়ান। সিটির গোলরক্ষক স্টেফান ওর্টেগার থেকে বল পান আর্লিং হালান্ড। তিনি বলটি ম্যান ইউয়ের বক্সের দিকে ঠেলে দেন। বক্সের বাইরে ম্যান ইউয়ের ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ ও সিটির কেভিন দ্য ব্রুইনের মধ্যে বল দখলের লড়াই হয়। সেখান থেকে বক্সের বাইরে বল পান গুন্ডোয়ান। ডান পায়ের আউটস্টেপে জালে বল জড়িয়ে দেন তিনি। কিছু করার ছিল না ম্যান ইউয়ের গোলরক্ষক ডেভিড দ্য হেয়ার।
আরও পড়ুন:
এর আগে এফএ কাপে দ্রুততম গোল করার নজির ছিল এভার্টনের লুইস সাহার। চেলসির বিরুদ্ধে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। ১৮৯৫ সালে অ্যাস্টন ভিলার বব চাট ৩০ সেকেন্ডে গোল করেছিলেন ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ানের বিরুদ্ধে। সেই সব রেকর্ড ভেঙে দিয়েছেন গুন্ডোয়ান।