অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ (দুই পর্ব মিলিয়ে ৭-১) চূর্ণ করে ইউরোপা লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের আর এক ক্লাব টটেনহ্যাম হটস্পারও ফাইনালে উঠল বোডো/গ্লিমটকে ২-০ (দুই পর্ব মিলিয়ে ৫-১) হারিয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মরসুমে দুই দলই চূড়ান্ত ব্যর্থ। ম্যান ইউ রয়েছে পয়েন্ট টেবলের ১৫তম স্থানে। এক ধাপ পিছনে টটেনহ্যাম। ঘুরে দাঁড়ানোর জন্য ইউরোপা লিগকে বেছে নিয়েছিল দুই ক্লাব। শেষ চারের প্রথম পর্বে ৩-০ জিতেছিল ম্যান ইউ। কিন্তু বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩১ মিনিটে মিকেল জারুগেজ়ারের গোলে পিছিয়ে পড়েন ব্রুনো ফার্নান্দেসরা। ৭২ মিনিটে সমতা ফেরান মেসন মাউন্ট। সাত মিনিটের মধ্যেই ২-১ করেন কাসিমেরো। ৮৫ মিনিটে ৩-১ করেন রাসমাস হোয়লান্ড। সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে ৪-১ করেন মাউন্ট।
টটেনহ্যামও শেষ চারের প্রথম পর্বে ৩–১ জিতেছিল। বৃহস্পতিবার ৬৩ মিনিটে ১-০ করেন ডমিনিক সোলাঙ্কি। ছ’মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান পেদ্রো পোরো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)