দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় দু’টি গোল পাল্টে দেয় ম্যাচের পরিস্থিতি। ৯০+১ মিনিটে রিচার্লিসনের হয়ে ২-১ এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। জামা খুলে উৎসব করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ভেবেছিলেন তাঁর গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম। কিন্তু ‘ফার্গি টাইম’ যে তখনও বাকি। লিভারপুলের বিরুদ্ধে হেড করে ম্যান ইউনাইটেডকে তিন পয়েন্ট এনে দিয়েছিলেন হ্যারি ম্যাগুয়ের। এ বার আরও এক ডিফেন্ডার দলের হার রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। তিনি মাথিয়াস ডি’লিট।
হেডে গোল করে ম্যান ইউনাইটেডকে হার বাঁচাতে সাহায্য করেন তিনি। ম্যাচের ফল হয় ২-২। এই নিয়ে টানা পাঁচটি ম্যাচে হারের মুখ দেখল না ম্যান ইউনাইটেড। রুবেন আমোরিমের যুগে এই প্রথম।
প্রথমার্ধের ৩২ মিনিটে গোল করে ম্যান ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন ব্রায়ান এমবুয়েমো। গত মাসে ইপিএলের সেরা ফুটবলার হয়েছেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে টটেনহ্যামের খেলার ধরন পাল্টে যায়। একের পর এক আক্রমণের ফলে ৮৪ মিনিটে ১-১ করেন মাথাইস টেল। তার পরেই সংযুক্ত সময় দু’টি গোলে ম্যাচের রং পাল্টে যায়। বর্তমানে ইউনাইটেডের পয়েন্ট ১৮।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)