জিততে ভুলে গিয়েছে মহমেডান স্পোর্টিং। সময়টা ভাল যাচ্ছে না তাদের। আরও একটি ম্যাচ হারল তারা। এ বার জামশেদপুর তাদের ২-০ গোলে হারাল। আইএসএলে টানা পাঁচটি ম্যাচ হারল সাদা-কালো ব্রিগেড।
লিগ-শিল্ডের লড়াই থেকে বাদ পড়লেও জামশেদপুরের সুযোগ রয়েছে প্রথম দুই দলে শেষ করার। সেই লক্ষ্যেই মহমেডানের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করে জামশেদপুর। তার ফলও পায় তারা। ৫ মিনিটের মাথায় ঋত্ত্বিক দাসের গোলে এগিয়ে যায় ঝাড়খণ্ডের দল।
দেখে মনে হচ্ছিল না মহমেডান ঘরের মাঠে খেলছে। ছন্নছাড়া ফুটবল খেলে তারা। এত দিন পরেও ফুটবলারদের বোঝাপড়া যে হয়নি, তা খেলা দেখে বোঝা যাচ্ছিল। প্রথমার্ধে আরও গোল করতে পারত জামশেদপুর। জর্ডন মারে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। কিছু ক্ষেত্রে মহমেডানের রক্ষণ দলকে বাঁচায়।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধেও একই ছবি। ম্যাচে ফেরার কোনও সুযোগই পায়নি মহমেডান। মারের শট বারে লেগে ফেরে। জাভি হার্নান্দেস, সিভেরিয়োরা বার বার গোল লক্ষ্য করে শট মারছিলেন। কিন্তু গোল হচ্ছিল না। জামশেদপুরও জানত, আর একটা গোল না করতে পারলে জয় নিশ্চিত হবে না। সেটাই করেন নিখিল বার্লা। পরিবর্ত হিসাবে নেমে ৮২ মিনিটের মাথায় ডান পায়ের শটে গোল করেন তিনি।
সেখান থেকে আর ফেরার কোনও সুযোগ মহমেডানের ছিল না। ০-২ গোলে হেরে মাঠ ছাড়ে তারা। পর পর পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সকলের নীচে রয়েছে মহমেডান। ২১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে তারা। জামশেদপুর পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে। ২১ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট তাদের। দুই নম্বরে থাকা গোয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামশেদপুর।