আবার একটা কলকাতা ডার্বি। আবার মোহনবাগানের জয়। চলতি মরসুমে এই জিনিস খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সিনিয়র থেকে জুনিয়র, সব ধরনের ডার্বিতেই একচ্ছত্র দাপট সবুজ-মেরুনের। সোমবার নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খেলায় ১-০ জিতেছে মোহনবাগান। ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি পেলেও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল।
এ দিনের ডার্বিতে অবশ্য ইস্টবেঙ্গল খুব খারাপ খেলেনি। প্রথমার্ধে তাদের একটি শট বারে লেগে ফেরে। বলের নিয়ন্ত্রণও অনেকাংশে ছিল তাদের পায়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহনবাগান। ডান দিকে সতীর্থের ভাসানো ক্রসে গোল করেন টংসিন সিংহ। তাঁকে মার্ক করার জন্য কেউ ছিলেন না ধারেকাছে।
আরও পড়ুন:
এর পরেই একটি পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। মুশারফের শট মোহনবাগান বক্সে ‘হাতে’ লাগে রাজ বাসফোরের। রেফারি পেনাল্টি দিলে মোহনবাগানের খেলোয়াড়েরা তাঁকে ঘিরে ধরেন। যদিও সিদ্ধান্তের বদল হয়নি। রিপ্লে-তে দেখা গিয়েছে, মুশারফের শট বাসফোরের বুকে লেগেছে। ধারাভাষ্যকারেরাও বলেন, সেটি হ্যান্ডবল দেওয়ার পিছনে কোনও যুক্তি নেই। তবে পেনাল্টি থেকে জোসেফ জাস্টিনের শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়।
চলতি মরসুমে ১২টি ডার্বির মধ্যে ন’টিতেই জিতেছে মোহনবাগান। একটি জিতেছে ইস্টবেঙ্গল। দু’টি ডার্বি ড্র হয়েছে।