Advertisement
০৮ মে ২০২৪
Mohun Bagan

জয়ে ফিরল মোহনবাগান, এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে হারাল নেপালের মাচিন্দ্রা এফসিকে

জয় দিয়ে এএফসি কাপ অভিযান শুরু করল মোহনবাগান। বুধবার যুবভারতীতে নেপালের মাচিন্দ্রাকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।

picture of Mohun bangan

প্রথম গোলের পর মোহনবাগানের আনোয়ার আলি। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ২০:৫৫
Share: Save:

ডার্বি হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল মোহনবাগান। এএফসি কাপের ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে ৩-১ ব্যবধানে হারাল জুয়ান ফেরান্দোর দল। মোহনবাগানের হয়ে প্রথম বার গোল করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমস কামিংস। অপর গোলদাতা আনোয়ার আলি। তিনি দু’টি গোল করলেন। প্রতিযোগিতায় মোহনবাগানের পরের ম্যাচ ২২ অগস্ট ঢাকা আবাহনীর বিরুদ্ধে। সেই ম্যাচে জিততে পারলেই এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে পারবে মোহনবাগান।

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন মোহনবাগানের ফুটবলারেরা। নেপালের ফুটবলারদের তেমন সুযোগ দেননি তাঁরা। প্রথম মিনিটেই গোল করার সুযোগ পেয়ে যায় মোহনবাগান। কিন্তু বাইরে বল মারেন আশিক কুরুনিয়ান। ডার্বির মতো এ দিনও মোহনবাগান আক্রমণের জন্য মাঠের দুই প্রান্ত ব্যবহার করে বেশি। ৭ মিনিটে শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন হ্যামিলদের বোঝাপড়ায় আক্রমণ গড়ে তোলে মোহনবাগান। এ ক্ষেত্রেও সহজ সুযোগ নষ্ট করেন আশিক। অন্য দিকে, ছোট ছোট পাস খেলে আক্রমণ তৈরির চেষ্টা করছিলেন মাচিন্দ্রার ফুটবলারেরা। কিন্তু মোহনবাগান বক্সে ঢোকার আগেই খেই হারিয়ে ফেলছিলেন তাঁরা। খেলার রাশ দখলে রাখলেও মোহনবাগানকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হল ৩৯ মিনিট পর্যন্ত। হুগো বুমোসের কর্নারে হেড করে গোল করেন আনোয়ার। এর আগে অবশ্য এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল মোহনবাগান।

বড় ম্যাচে নজর কাড়তে ব্যর্থ অস্ট্রেলীয় বিশ্বকাপার গোল পেলেন বুধবার। ৬৫ মিনিটে মোহনবাগানের জার্সি গায়ে প্রথম গোল পেলেন তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কিছুটা সময় নষ্ট করার মনোভাব তৈরি হয় মোহনবাগান ফুটবলারদের মধ্যে। সেই সুযোগে ৭৮ মিনিটে একটি গোল শোধ করে নেপালের ক্লাবটি। তাতে অবশ্য মোহনবাগানের জয় আটকায়নি। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন আনোয়ার। দিমিত্রি পেত্রাতোসের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি।

এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে মোহনবাগানের পরের ম্যাচ ২২ অগস্ট। ঢাকা আবাহনীর বিরুদ্ধে সেই ম্যাচ জিতলে প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এ দিন মোহনবাগান ফুটবলারদের সুযোগ নষ্টের প্রদর্শনী চিন্তায় রাখতে পারে কোচ ফেরান্দোকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan AFC Cup Qualifier football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE