কেরল ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জয়ের আরও কাছাকাছি চলে এসেছে মোহনবাগান। আর ২ পয়েন্ট পেলেই নিশ্চিত লিগ শিল্ড। তবু সতর্ক থাকতে চাইছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারানোই এখন একমাত্র লক্ষ্য সবুজ-মেরুন কোচের।
শনিবার কেরলের বিরুদ্ধে জয়ের পর মোলিনা বলেছেন, ‘‘আমরা ঠিক রাস্তায় এগোচ্ছি। কেরল ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে আমি খুশি। আমাদের জন্য এই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা লিগ শিল্ড জয়ের আর এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের কাজ অবশ্য এখনও শেষ হয়নি। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। রবিবার থেকে আমরা ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করব। ২৩ ফেব্রুয়ারি কলকাতায় ওই ম্যাচ জিতেই লিগ শিল্ড নিশ্চিত করতে চাই আমরা। আমাদের মনঃসংযোগ ধরে রাখতে হবে।’’
কেরল ম্যাচের তিন পয়েন্টে খুশি হলেও দলের পারফরম্যান্স কিছুটা উদ্বেগে রেখেছে মোলিনাকে। লিস্টন কোলাসোদের ফুটবল তাঁকে খুশি করেনি। মোহনবাগান কোচ বলেছেন, ‘‘শুরুর দিকে কেরল বেশ চাপ তৈরি করেছিল। ওরা বল দখলে রাখছিল। ওদের ফুটবলারেরা ভাল জায়গা নিচ্ছিল। আমাদের বেশ নীচে নেমে ডিফেন্স করতে হয়েছে সেই সময়। ওরা কয়েকটা গোলের সুযোগও পায়। বিশেষ করে একটা হেড থেকে গোল হয়ে যেতে পারত। বিশাল কাইত দারুণ ভাবে বাঁচিয়েছে। সে সময় আমরা ভাল খেলতে পারিনি। বলের দখল রাখতে সমস্যা হচ্ছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘দ্বিতীয়ার্ধে আমাদের খেলা ভাল হয়েছে। বল ধরে খেলতে শুরু করার পর সুযোগ তৈরি হতে শুরু করে। জেমি ম্যাকলরেন ভাল খেলেছে। লিস্টনের প্রথম গোলটা একটা দুর্দান্ত মুভের ফল। দ্বিতীয় গোলের ক্ষেত্রে জেসন কামিংসের দারুণ পাসটার কথা বলব। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা আত্মবিশ্বাস ফিরে পাই। তখন ম্যাচটা কেরলের জন্য কিছুটা কঠিন হয়ে গিয়েছিল। ওরা হালও ছেড়ে দেয় কিছুটা।’’ পরের ম্যাচের আগে এই সমস্যা কাটিয়ে উঠতে চান মোলিনা। ভুলগুলি দ্রুত শুধরে নিতে চান। দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান বাড়ত বলেও মনে করেন মোলিনা।
দলে রক্ষণ ভাগে খেলায় খুশি সবুজ-মেরুন কোচ। তিনি বলেছেন, ‘‘আমার মতে আক্রমণাত্মক ফুটবল ভাল না হলেও আমাদের রক্ষণ বেশ ভাল খেলেছে। গোলের সুযোগ কাজে লাগাতে পেরেছি। আশা করি পরের ম্যাচেও আমরা এ ভাবেই তিন পয়েন্ট এবং লিগ শিল্ড নিশ্চিত করতে পারব।’’