শেষ পর্যন্ত হেরেই গেল মোহনবাগান। কলকাতা ফুটবল লিগে বুধবার ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে সুপার সিক্সে ওঠার রাস্তা কঠিন করে ফেলল সবুজ-মেরুন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে যখন মনে হচ্ছিল দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে, তখন একেবারে শেষ বাঁশি বাজার মুহূর্তে গোল করে জিতে যায় কাস্টমস। ইনজুরি সময়ের ৯৭ মিনিটে গোল করেন রৌনক পাল।
১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কাস্টমস তৃতীয় স্থানে উঠে এল। মোহনবাগানের ৯ ম্যাচে ১৪ পয়েন্ট। তারা ষষ্ঠ স্থানে। কাস্টমস ছাড়াও ১৯ পয়েন্টে রয়েছে আরও দু’টি দল। ইস্টবেঙ্গলের ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। তারা গোল পার্থক্যে পয়েন্ট তালিকায় শীর্ষে। সুরুচি সঙ্ঘেরও ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। গোল পার্থক্যে তারা কাস্টমসের থেকে এগিয়ে। বুধবার সুরুচি ২-০ গোলে হারায় রেলওয়েকে।
বুধবার অধিনায়ক সন্দীপ মালিককে ছাড়াই মাঠে নামতে হয়েছিল মোহনবাগানকে। তাঁর চোট রয়েছে। উল্টো দিকে কাস্টমসে ছিলেন রবি হাঁসদার মতো ফুটবলার। ফলে ধারে-ভারে মোহনবাগানের থেকে এগিয়েই ছিল কাস্টমস। তা সত্ত্বেও মোহনবাগান লড়াই করে। প্রথমার্ধ গোলশূন্য থাকে।
দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা করে দুই দলই। কিন্তু কোনও দলই সেই লক্ষ্যে পৌঁছতে পারছিল না। শেষ পর্যন্ত ৯৭ মিনিটে বাজিমাৎ করে কাস্টমস।