এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আগামী ১০ জুন হংকং-এর বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে ৪ জুন ফিফা ফ্রেন্ডলিতে সুনীল ছেত্রীরা মুখোমুখি হবেন তাইল্যান্ডের। বুধবার কলকাতা থেকে ব্যাঙ্কক রওনা হওয়ার আগে ২৮ সদস্যের দল ঘোষণা করলেন কোচ মানোলো মার্কেস। প্রথমবার সুযোগ পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের সুহেল বাট। ফিরলেন ইস্টবেঙ্গলের আনোয়ার আলিও।
তাইল্যান্ড এবং হংকং-এর বিরুদ্ধে ম্যাচের জন্য সম্ভাব্য দলে ২৮ জন ফুটবলারকে ডেকেছিলেন মানোলো। নিউ টাউনের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে গত ১৯ মে থেকে অনুশীলন শুরু করেন তিনি। গত সোমবার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের বিরুদ্ধে ২-১ জেতেন আশিক কুরুনিয়নরা। চব্বিশ ঘণ্টা আগে উত্তর ২৪ পরগনা জেলা পর্ষদকে ৩-০ হারায় ভারতীয় দল। গোল করেন সুনীল, চিংলেনসানা সিংহ এবং উদান্ত সিংহ। ২৮ জন ফুটবলারদেরই দলে রেখেছেন স্পেনীয় কোচ। সূত্রের খবর, তাইল্যান্ড ম্যাচের পরে দলে কিছু পরিবর্তন করতে পারেন তিনি।
হংকং ম্যাচের প্রস্তুতিতে মানলো সব চেয়ে বেশি জোর দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের উপরে। কখনও সামনে একা সুনীলকে রেখে অনুশীলন করিয়েছেন। কখনও আবার দুই স্ট্রাইকারে খেলিয়েছেন দলকে। শিলংয়ে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করায় কিছুটা হলেও কঠিন হয়ে পড়েছে ভারতের ২০২৭ সালে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের পথ। এই পরিস্থিতিতে হংকং-কে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল।
ফিফা ক্রমতালিকায় ভারত রয়েছে ১২৭তম স্থানে। হংকং ১৫৩ নম্বরে। তা সত্ত্বেও সতর্ক ভারতীয় দল। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাইল্যান্ড ম্যাচের পরের দিন অর্থাৎ, ৫ জুন হংকং পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে সুনীলদের।
ভারতীয় দল: হৃতিক তিওয়ারি, বিশাল কেথ, গুরমিত সিংহ, অমরিন্দর সিংহ (গোলকিপার)।রোশন সিংহ, রাহুল ভেকে, চিংলেনসানা সিংহ, আনোয়ার আলি, বরিস সিংহ, সন্দেশ জিঙ্ঘন, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিংহ, অভিষেক সিংহ (ডিফেন্ডার)। সুরেশ সিংহ, মহেশ সিংহ, আয়ুষ ছেত্রী, উদান্ত সিংহ, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, ব্রেন্ডন ফার্নান্দেস, নিখিল প্রভু (মিডফিল্ডার)। সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিনডিকা, মনবীর সিংহ, সুহেল বাট,লালিয়ানজ়ুয়ালা ছাংতে (স্ট্রাইকার)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)