E-Paper

সায়নের চোট নিয়ে ধোঁয়াশা, শহরে মরক্কোর হামিদ

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পরবর্তী ম‌্যাচ মঙ্গলবার বিএসএসের বিরুদ্ধে। সেই ম‌্যাচে তাঁর খেলতে পারা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। কল‌্যাণীতে কাদা মাঠে গোড়ালি মচকে চোট পান আসানসোলের সায়ন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০৭:২৩
আশঙ্কা: জেসিন, সায়নকে নিয়ে চিন্তা ইস্টবেঙ্গলের।

আশঙ্কা: জেসিন, সায়নকে নিয়ে চিন্তা ইস্টবেঙ্গলের। —ফাইল চিত্র।

শনিবার ডার্বির নায়ক সায়ন বন্দ‌্যোপাধ‌্যায়কে বরণ করে নেওয়া হয়েছিল ইলিশ মাছ দিয়ে। পাশাপাশি ডার্বিতে শেষ কবে কোনও বাঙালি ম‌্যাচের সেরা হয়েছিলেন, তাও এক লহমায় মনে করা যাচ্ছে না। কিন্তু তার মাঝেই কোচ বিনো জর্জের কপালের চিন্তা বাড়িয়েছে সায়নের চোট।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পরবর্তী ম‌্যাচ মঙ্গলবার বিএসএসের বিরুদ্ধে। সেই ম‌্যাচে তাঁর খেলতে পারা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। কল‌্যাণীতে কাদা মাঠে গোড়ালি মচকে চোট পান আসানসোলের সায়ন। জানা গিয়েছে, এখনও তাঁর গোড়ালিতে ফোলা ভাব রয়েছে। অল্প অল্প ব‌্যথাও রয়েছে। ফলে খুব জরুরি না হলে হয়তো মঙ্গলবার ম‌্যাচে খেলবেন না সায়ন। তবে সায়নকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। পাশাপাশি জেসিন টিকে ডার্বিতে প্রথম গোলের পরে চোটের কারণে উঠে যান। তাঁকেও না পেলে ফের স্ট্রাইকার সমস‌্যা হতে পারে বিনোর ইস্টবেঙ্গলের।

ডার্বিতে ম‌্যাচের সেরার পুরস্কার সায়ন উৎসর্গ করেছিলেন তাঁর বাবা-মাকে। গ‌্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা। ছেলের প্রশংসার পাশাপাশি তাঁকে আরও ভাল খেলার কথা বলেছেন তাঁরা। দীর্ঘ দিন পরে ছন্দে ফিরেছেন সায়ন। এই ছন্দ ধরে রাখাই তাঁর প্রধান পরীক্ষা।

এ দিকে মোহনবাগানের হয়েও চোট পেয়েছিলেন সালাউদ্দিন ও সন্দীপ মালিক। মোহনবাগান সূত্রের খবর, সালাউদ্দিনকে প্রায় দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তবে সন্দীপের চোট তেমন গুরুতর নয়। যে হেতু সামনে মোহনবাগানের খেলা নেই, তাই মনে করা হচ্ছে হয়তো লিগের পরের ম‌্যাচে খেলতেপারবেন সন্দীপ।

এরই মধ‌্যে রবিবারই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে শহরে চলে এলেন মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ। বিমানবন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাস, জয়ধ্বনি ছিল দেখার মতো। বাকি বিদেশিরা আগেই চলে এসেছিলেন। বাকি ছিলেন হামিদ। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের পরের ম‌্যাচ ৬ অগস্ট, নামধারী এফসির বিরুদ্ধে। সেই ম‌্যাচে পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল।

অন‌্য দিকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টও। চলতি সপ্তাহেই চলে আসতে পারেন সাহাল আব্দুল সামাদ। সোমবার রাজারহাটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্টার অব এক্সেলেন্সে রিজ়ার্ভ দলের সঙ্গে খেলবেন সিনিয়র দলের ফুটবলাররা। সেই ম‌্যাচ দেখেই ডুরান্ড কাপের প্রথম ম‌্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সিনিয়র দলের কারা খেলতে পারবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সহকারী কোচ বাস্তব রায়।

দানিয়ালের হ‌্যাটট্রিক: কিশোর ভারতীতে ডুরান্ড কাপে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে রবিবার হ‌্যাটট্রিক করলেন সাউথ ইউনাইটেড এফসির দানিয়াল। কিন্তু শেষ মুহূর্তে গোল করে ম‌্যাচ ড্র করেন বায়ুসেনার সঙ্কিত। অন‌্য ম‌্যাচে আইটিবিপি ২-১ হারিয়েছে অ‌্যাংলং মর্নিং স্টারকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

East Bengal Kolkata League

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy