শুক্রবার রাতেই ফ্রান্সের ক্লাবটির তরফে ঘোষণা করা হয়েছিল। শনিবার সকালে এটিকে মোহনবাগানও সরকারি ভাবে জানিয়ে দিল পল পোগবার দাদা ফ্লোরেন্তিনকে সই করানোর খবর। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সোশো থেকে সবুজ-মেরুনে যোগ দিচ্ছেন তিনি। ফ্রান্সের প্রথম ডিভিশনের ক্লাব সাঁ এতিয়েনেতে খেলেছেন তিনি। আমেরিকা এবং ইউরোপের অন্যান্য ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত পোগবা।
এটিকে মোহনবাগানের মিডিয়া টিমকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আইএসএল সম্পর্কে বিশেষ ধারণা নেই তাঁর। এই প্রতিযোগিতায় খেলে যাওয়া নিকোলাস আনেলকা এবং রবার্ট পিরেসের থেকে প্রশংসা শুনেই খেলতে আসছেন। পোগবা জানেন এখানকার ফুটবল কতটা জনপ্রিয়। সেই প্রসঙ্গে বলেছেন, “নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভারতে খেলতে আসছি। নতুন দেশ, নতুন প্রতিযোগিতা এবং অনেকগুলো নতুন ক্লাব। এশিয়ার ঐতিহ্যশালী এবং অন্যতম সেরা ক্লাবের হয়ে মাঠে নামব, এটা ভেবে গর্বিত। এই জার্সির ঐতিহ্য আলাদা। অপেক্ষায় রয়েছি কবে সবুজ-মেরুন জার্সি পরে নামতে পারব।”