Advertisement
২০ এপ্রিল ২০২৪
Pep Guardiola

Pep Guardiola: মেসিদের জবাব দিতে মনস্তাত্ত্বিক লড়াই পেপের

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারমাঁর বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে নামার আগে ম্যাচের আগে কেমন যেন খানিকটা এগিয়েই গিয়েছেন পেপ গুয়ার্দিওলা।

পরীক্ষা: এতিহাদে আজ দেখা যেতে পারে র‌্যামোসকেও।

পরীক্ষা: এতিহাদে আজ দেখা যেতে পারে র‌্যামোসকেও। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ০৯:২৮
Share: Save:

দু’মাস আগের ছবিটা রাতারাতি উধাও! পার্ক দ্য প্রিন্সেস-এ গোল করে দু’হাত তুলে ডাগ-আউটের দিকে ছুটে চলেছেন লিয়োনেল মেসি। তিনি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে সে দিকে।

আজ, বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারমাঁর বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে নামার আগে ম্যাচের আগে কেমন যেন খানিকটা এগিয়েই গিয়েছেন পেপ গুয়ার্দিওলা। ফরাসি লিগ ওয়ানের এক নম্বর দলের তিন তারকা লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের দায়িত্ব ছেড়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে ফেলেছেন মৌরিসিয়ো পোচেত্তিনো। বহিষ্কৃত ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার পরবর্তী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মেসির দেশের কোচ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বুধবার জয়ের নকশা তৈরি করা শুরু করেছেন পেপ।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পোচেত্তিনোর ভূয়সী প্রশংসা করে পেপ বলেছেন, “কোনও ট্রফি না জিতেও সেরা ম্যানেজার হওয়া সম্ভব। এটা ঠিক, যে ম্যানেজার বেশি সাফল্য দিতে পারেন, বড় ক্লাবগুলো তাদের লুফে নেয়। আর্থি বিনিয়োগের সঙ্গে মুনাফার ভাঁড়ারও উপচে পড়ে। কিন্তু সেটা তো সব সময় সম্ভব না-ও হতে পারে।” যোগ করেছেন, “আমি পোচেত্তিনোর দর্শনটা ভালই জানি। বিশ্বাস করি, ক্লাবকে ট্রফি না দিতে পারলে কোনও কোচের যোগ্যতা কমে যায় না। সাফল্য ছাড়াই একজন কোচ নিজেকে ব্যতিক্রমী হিসেবে প্রমাণ করতে পারেন। সেটার মূল্যায়ন ট্রফির সংখ্যা দিতে হতে পারে না।”

সতর্ক রিয়াল: দু’মাস আগে সান্তিয়াগো বের্নাবাউয়ে শেরিফ তিরাসপোলের কাছে ১-২ গোলের হার দুঃস্বপ্ন হয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে। আজ, বুধবার ফিরতি সাক্ষাতের আগে সতর্ক ম্যানেজার কার্লো আনচেলোত্তি বলছেন, “নভেম্বরের শেষ পর্বে এসে রিয়াল মাদ্রিদের মেজাজও পাল্টে গিয়েছে। তবে সাবধানে জয় নিশ্চিত করতে হবে।”

তৈরি লিভারপুল: এফসি পোর্তোর বিরুদ্ধে ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, “বেশি গোল করার সহজাত প্রবণতা আমার দলের রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE