আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবার গুয়াহাটিতে খেলা। দুই দলের প্রথম একাদশ ঘোষণা হয়ে গিয়েছে। দুই তারকা ফুটবলারকে ছাড়া খেলতে নামছে মোহনবাগান। দু’দলের ২২ জন ফুটবলার কারা?
চোটের জন্য গত কয়েকটি ম্যাচে খেলেননি গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোস। তাঁরা সুস্থ হয়ে উঠলেও প্রথম থেকে হয়তো তাঁদের নামাতে চাইছেন না কোচ হোসে মোলিনা। তাই প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে তাঁদের। তবে পরিবর্ত ফুটবলারদের তালিকায় রয়েছেন তাঁরা। প্রথম থেকে শুরু করছেন জেসন কামিংস।
অন্য দিকে ইস্টবেঙ্গলও তাদের প্রথম একাদশে চমক রেখেছে। এই ম্যাচে শুরু থেকে খেলবেন ডেভিড লালানসাঙ্গা। অর্থাৎ, আক্রমণে লোক বাড়ানোর পরিকল্পনা করেছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজ়ো। বাংলার সন্তোষজয়ী অধিনায়ক চাকু মাণ্ডিতে সই করিয়েছে লাল-হলুদ। তাঁকে পরিবর্ত ফুটবলারদের তালিকায় রাখা হয়েছে।
আরও পড়ুন:
মোহনবাগানের প্রথন একাদশ— বিশাল কাইথ (গোলরক্ষক), টম অলড্রেড, আলবের্তো রদ্রিগেস, শুভাশিস বসু (অধিনায়ক), আশিস রাই, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মনবীর সিংহ, আপুইয়া, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ— প্রভসুখন সিংহ (গোলরক্ষক), হেক্টর ইয়ুস্তে, হিজাজি মাহের, লালচুংনুঙ্গা, নিশু কুমার, শৌভিক চক্রবর্তী, জিকসন সিংহ, পিভি বিষ্ণু, ক্লেটন সিলভা (অধিনায়ক), দিমিত্রিয়স দিয়ামানতাকোস, ডেভিড লালানসাঙ্গা।