একটি দল ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। তাদের লক্ষ্য লিগ-শিল্ড জেতা। অন্য দলটি আবার প্রথম ছয়ে শেষ করার চেষ্টা করছে। এই আবহে আইএসএলের ফিরতি ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। খেলা শুরুর আগে নিজেদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে তারা।
দেখে নেওয়া যাক দু’দলের প্রথম একাদশে কারা খেলছেন।
মোহনবাগানের প্রথম একাদশ—
বিশাল কাইথ, আনোয়ার আলি, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংহ, শুভাশিস বসু, অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, হেক্টর ইয়ুস্তে, জেসন কামিংস।
আরও পড়ুন:
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ—
প্রভসুখন গিল, লালচুংনুঙ্গা, আলেকজ়ান্ডার পান্টিচ, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, অজয় ছেত্রী, সাউল ক্রেসপো, মহেশ নাওরেম সিংহ, ক্লেটন সিলভা, নন্দকুমার।