বান্ধবী জর্জিনার সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হচ্ছে। ছবি: টুইটার।
সাত বছরের সম্পর্ক শেষ হওয়া কি শুধু সময়ের অপেক্ষা? পর্তুগালের সংবাদমাধ্যমের অন্তত তেমনই দাবি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেসের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একাধিক বিষয় নিয়ে তাঁদের মতবিরোধ চরমে পৌঁছেছে।
কিছু দিন আগেও শোনা যাচ্ছিল দ্রুত জর্জিনাকে বিয়ে করতে পারেন রোনাল্ডো। সেই সুখের দিন নাকি অতীত। নানা খবর ছড়াচ্ছে তাঁদের বিচ্ছেদের সম্ভাবনাকে কেন্দ্র করে। হঠাৎ কী হল তাঁদের? সঙ্গীনি জর্জিনার উপর কেন চটেছেন রোনাল্ডো?
পর্তুগালের একটি টেলিভিশন অনুষ্ঠানে রোনাল্ডোর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্টোর দাবি, রোনাল্ডো-জর্জিনার প্রেম আর নেই। বিচ্ছেদ সময়ের অপেক্ষা। তিনি বলেছেন, ‘‘গত কয়েক মাস ধরে এই কথাটা আমি বলছি। ওরা ভাল নেই। ওদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাই বেশি। জর্জিনাকে নিয়ে রোনাল্ডো অত্যন্ত বিরক্ত। এটাই সত্যি। বার বার বলছি, ওদের বিয়ের হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। ওরা দু’জনে মিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’’
ওই টেলিভিশন অনুষ্ঠানে ছিলেন কুইন্টিনো এরিস নামে এক মনোবিদ। তাঁর পর্যবেক্ষণ, গত কয়েক মাসে রোনাল্ডো এবং জর্জিনার আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কোনও অনুষ্ঠানে পরস্পরের প্রতি তাঁদের আচরণ আগের মতো দেখাচ্ছে না। তিনি বলেছেন, ‘‘রোনাল্ডোর আচরণ থেকে দু’টি বিষয় বোঝা যাচ্ছে। প্রথমত, ব্যক্তিগত জীবন নিয়ে সে খুব একটা খুশি নয়। দ্বিতীয়ত, মায়ের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। পরিবারের সঙ্গ আগের মতো উপভোগ করছে না। কিছুটা শান্তও মনে হচ্ছে রোনাল্ডোকে। কারণটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি।’’
দূরত্ব নিয়ে এক ছাদের তলায় কী ভাবে এর সঙ্গে দিন কাটাচ্ছেন রোনাল্ডো এবং জর্জিনা? নাসিমেন্টো জানিয়েছেন, ‘‘রোনাল্ডো একদমই খুশি নেই। জর্জিনা দিনের বড় একটা সময় কাটায় রিয়াধের শপিং মলগুলোয়। প্রচুর খরচ করে। রোনাল্ডোর এটা পছন্দ নয়। জর্জিনা আসলে নিজেকে রোনাল্ডোর সমমানের মনে করে। সে ভাবে নিজেকে উপস্থাপিত করে। এটাও রোনাল্ডো একদম পছন্দ করে না।’’
রোনাল্ডো-জর্জিনা বিচ্ছেদ নিয়ে জল্পনায় গা ভাসাতে রাজি নন পর্তুগিজ অধিনায়কের বান্ধবী ফিলিপা কাস্ত্রো। তিনি বলেছেন, ‘‘আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমার সূত্র অত্যন্ত বিশ্বস্ত। ওরা দু’জনে যথেষ্ট ভাল রয়েছে। এগুলো শুধু গল্প, রটনা। গুজব ছড়ানো হচ্ছে। যারা ওদের পছন্দ করে না, এ সব তাদের তৈরি। ওরা দু’জন পরস্পরকে যথেষ্ট ভালবাসে। কোনও সমস্যা নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy