Advertisement
২৭ জুলাই ২০২৪
PSG

চলছে এমবাপে-হালান্ডের শাসন, জয় দুরন্ত রিয়ালেরও

ঘরের মাঠে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের বিরুদ্ধে এমবাপের দুটি গোল আসে ৫ এবং ২২ মিনিটে। ৫৩ মিনিটে জুভেন্টাসের হয়ে গোল করেন ওয়্স্টেন ম্যাককেনি।

উচ্ছ্বাস: দলের প্রথম গোলের পরে হালান্ড। মঙ্গলবার। রয়টার্স

উচ্ছ্বাস: দলের প্রথম গোলের পরে হালান্ড। মঙ্গলবার। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ০৮:০৯
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজি ২ জুভেন্টাস ১

সেভিয়া ০ ম্যান সিটি ৪

জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু হল প্যারিস সঁ জরমঁ ও ম্যাঞ্চেস্টার সিটির। এবং ইউরোপের সেরা ক্লাবের খেতাবি লড়াইয়ে ঝলসে উঠলেন দুই তারকা কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড।

ঘরের মাঠে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের বিরুদ্ধে এমবাপের দুটি গোল আসে ৫ এবং ২২ মিনিটে। ৫৩ মিনিটে জুভেন্টাসের হয়ে গোল করেন ওয়্স্টেন ম্যাককেনি। অন্য দিকে প্রথম বার ইংল্যান্ডে খেলতে আসা নরওয়ে তারকা গোলের ঝড় তুলতে শুরু করেছেন। ইপিএলে এখনও পর্যন্ত করেছেন ১০ গোল। এ দিনও প্রাক্তন ডর্টমুন্ড তারকা গোল করেন ২০ এবং ৬৭ মিনিটে। সিটির বাকি দুই গোলদাতা ফিল ফডেন এবং রুবেন ডায়াস। তবে ইপিএলের আর এক দল চেলসি ০-১ গোলে হেরেছে দিনামো জাগ্রেবের বিরুদ্ধে।

গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৩-০ হারিয়েছে সেল্টিককে। গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ এবং এডেন অ্যাজ়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PSG Manchester City Champions League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE